হেলথ অ্যান্ড হোপে কেমোথেরাপি ডে–কেয়ার সেন্টার শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৩, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:০৯, ১ ডিসেম্বর ২০২৫
হেলথ অ্যান্ড হোপে ডে–কেয়ার সেন্টার শুরু। ছবি: সমাজকাল
দেশের ক্যান্সার রোগীদের সুলভ চিকিৎসা নিশ্চিত করতে হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল স্বল্পমূল্যের মানসম্পন্ন কেমোথেরাপি ডে–কেয়ার সেন্টার সম্প্রসারণ করেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে নতুন এই সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ কে এম একরামুল হোসেন, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সারওয়ার আলম, পরিচালকমণ্ডলীর সদস্য ও মেডিকেল অনকোলজিস্ট শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহমুদ হোসেন, চয়ন ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক এবিএম হাসানুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে দ্রুত বাড়তে থাকা ক্যান্সার রোগীদের জন্য সহজলভ্য, নিরাপদ ও মানসম্মত কেমোথেরাপি সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। মান বজায় রেখে কম খরচে চিকিৎসা সেবা পাওয়া গেলে ভবিষ্যতে রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতাও কমবে বলে আশা প্রকাশ করেন তারা।
