ডিসেম্বরের প্রথম দিন একটা কথা বলি?
প্রকাশ: ১৭:৫৮, ১ ডিসেম্বর ২০২৫
মোজাফ্ফর হোসেন
ডিসেম্বরের প্রথম দিন একটা কথা বলি? মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দু’লক্ষ নির্যাতনের শিকার নারী এবং কোটি যোদ্ধা, যুদ্ধাহতদের আমার খুব বোকা মনে হয়। হুদাই লড়াই করছে এই জাতির জন্য। এই জাতি স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র ডিজার্ভ করে না।
একটা দেশ গড়ে তোলার যোগ্যতা এদের নেই। এখনো এরা মনে করে দেশটা সাত ভাইয়ের সম্পত্তি, বাবা-মারা গেছে, এখন ভাগবাঁটোয়ারা নিয়ে মারামারি লাঠালাঠি চালিয়ে যেতে হবে।
এদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের চরমভাবে ধোঁকা দিয়েছে। তাদের আত্মত্যাগ এখন সবচেয়ে বড়ো উপহাস।
কুয়োর ব্যাঙকে কুয়ো থেকে তুললে গোটা পৃথিবীকে সে কুয়োই মনে করবে। এ জাতি তার প্রকৃষ্ট উদাহরণ।
লেখক: কথাসাহিত্যিক
* মতামত লেখকের নিজস্ব
