লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৯, ১ ডিসেম্বর ২০২৫
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার। ছবি: সংগৃহীত
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে বন্দী থাকা ১৭৩ বাংলাদেশিকে অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে বুরাক এয়ারের একটি ভাড়া করা (চার্টার্ড) ফ্লাইট সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটেই স্বেচ্ছায় দেশে ফেরেন ১৭৩ জন বাংলাদেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে সমুদ্রপথ দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় পৌঁছেছিলেন। সেখানে তারা অপহরণ, নির্যাতনসহ নানাবিধ অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েন। আটক হওয়ার পর দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর হস্তক্ষেপে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।
বিমানবন্দরে পৌঁছে প্রত্যাবাসিতদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম–এর কর্মকর্তারা। একই সঙ্গে মানবপাচার ও অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয় তাদের।
আইওএম প্রত্যাবাসিতদের জন্য পথখরচা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে এখনো আরও বাংলাদেশি অবস্থান করছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়াও চলমান রয়েছে।
