খেজুরের বাজার স্থিতিশীল রাখতে শুল্ক-কর কমানোর সুপারিশ
রমজানকে সামনে রেখে খেজুরের বাজার স্থিতিশীল রাখতে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন শুল্ক ও কর কমানোর প্রস্তাব দিয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, শুধু শুল্ক ছাড় যথেষ্ট নয়—বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসনকে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এলসি খোলায় কোনো বাধা দেওয়া হবে না, যাতে রমজানের ভোগ্যপণ্যে কোনো ঘাটতি না দেখা দেয়।