শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি হটলাইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১১, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫১, ২৮ নভেম্বর ২০২৫
শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য হাইকমিশনের জরুরি হটলাইন। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় বিরূপ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন অঞ্চলে আটকে পড়া বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে কলম্বোয় বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২৮ নভেম্বর) এক জরুরি বার্তায় হাইকমিশন সব বাংলাদেশির জন্য সতর্কতা ও জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে।
বার্তায় জানানো হয়, শ্রীলঙ্কার কয়েকটি অঞ্চলে টানা বৃষ্টিপাত, প্লাবন ও ভূমিধসের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এসব এলাকায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করছে।
হাইকমিশন জানায়, কেউ যদি যেকোনো জায়গায় আটকে পড়েন, যাতায়াতে সমস্যা হয়, কিংবা জরুরি সহায়তা বা দিকনির্দেশনার প্রয়োজন হয়, তাহলে নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে—
জরুরি হটলাইন:
+94 71 760 6394
+94 71 368 0461
জরুরি বার্তায় আরও বলা হয়, “বাংলাদেশি পর্যটকসহ সবাইকে অনুরোধ করছি—শান্ত থাকুন, হোটেল বা ঘরের ভেতরে বা যেকোনো নিরাপদ স্থানে অবস্থান করুন। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
শ্রীলঙ্কায় অবস্থানরত ভ্রমণকারীদের আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোধ জানায় হাইকমিশন।
