ফুয়াদের ফিচারে কনার ‘ভিতরও বাহিরে’, আসছে বৃহস্পতিবার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩৯, ১২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির আবারও নিয়ে আসছেন নতুন সুরে এক চমক। তার সুর ও সংগীতে এবার গাইছেন সমকালীন সঙ্গীতাঙ্গনের আলোচিত কণ্ঠশিল্পী কনা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশ পাচ্ছে তাদের নতুন গান ‘ভিতরও বাহিরে’।
কনার কণ্ঠে ফুয়াদের সুরে এর আগে অনেক গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। দ্বিতীয় অ্যালবামে ফুয়াদের ফিচারিংয়েও ছিলেন কনা। এবারও সেই সফল জুটি নতুনভাবে হাজির হতে চলেছেন। গানটির কথা লিখেছেন আবদার রহমান।
নিজের নতুন গান নিয়ে কনা বলেন,“এই গানের কথা, সুর আর সংগীত — এক কথায় সবার মন ছুঁয়ে যাবে। ‘ভিতরও বাহিরে’ আমার কাছে অনেক কাছের একটি গান। আশা করি শ্রোতারাও ঠিক তেমনই ভালোবাসবেন।”
বর্তমানে সিনেমার গানের জনপ্রিয়তার শীর্ষে আছেন কনা। বিশেষ করে ‘দুষ্টু কোকিল’ গানটি হিট হওয়ার পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে। স্টেজ শো, নাটকের গান, আধুনিক সংগীত — সব ক্ষেত্রেই তিনি ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি বাংলাদেশ কপিরাইট রাইটস অ্যাসোসিয়েশন (বিসিআরএ) থেকে ‘কন্যা’ গানের জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর সম্মাননা পেয়েছেন কনা। গানটিতে তার সহশিল্পী ছিলেন ইমরান, যা প্রকাশের পরই শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল।
আগামী ১৩ নভেম্বর কনা অংশ নেবেন ঘাটাইল ক্যান্টনমেন্টে একটি স্টেজ শোতে। এরপর ১৪, ২৩ ও ২৬ নভেম্বর ঢাকায় পরপর তিনটি স্টেজ পারফরম্যান্সে অংশ নেবেন তিনি।
প্রকাশের তারিখ: ১৩ নভেম্বর ২০২৫
প্রযোজনা ও ফিচারিং: ফুয়াদ ফিচারিং
