ভারতীয় বাহিনীর হাতে ৫৫ বাংলাদেশি জেলে আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:৫২, ১৭ নভেম্বর ২০২৫
ভারতীয় বাহিনীর হাতে ৫৫ বাংলাদেশি জেলে আটক। ছবি: সংগৃহীত
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ ও কাকদ্বীপ উপকূল এলাকায় অভিযান চালিয়ে দুই দিনে মোট ৫৫ বাংলাদেশি জেলেকে আটক করেছে। ভারতীয় পক্ষের দাবি—ট্রলারগুলো অনধিকার জলসীমা অতিক্রম করে ঢুকে পড়েছিল। তবে তদন্তের আগে কিছুই স্পষ্ট নয়, বলছে স্থানীয় প্রশাসন।
রবিবার (১৬ নভেম্বর) রাতের দিকে ফ্রেজারগঞ্জ উপকূলের কাছে বাংলাদেশি একটি ট্রলারকে নজরে আনে ভারতীয় কোস্টগার্ড।উপকূলরক্ষী বাহিনী কাগজপত্র যাচাই করতে ট্রলারের কাছে গেলে নিশ্চিত হয় যে এটি বাংলাদেশি।
এরপর ট্রলারটি স্থানীয় ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানায় সোপর্দ করা হয় এবং রাতেই ওই ২৬ জেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে শনিবার রাতেও ভারতীয় কোস্টগার্ড কাকদ্বীপ উপকূল থেকে ২৯ জন বাংলাদেশি জেলে আটক করে।
তাদের সোমবার স্থানীয় মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক অনুসন্ধানে ভারতীয় কর্মকর্তারা ধারণা করছেন—গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলার দুটি দিকভ্রান্ত হয়ে পড়ে,ফলে ভুলবশত ভারতীয় জলসীমায় ঢুকে যেতে পারে।
তবে কোনো ট্রলার ইচ্ছাকৃতভাবে সীমানা অতিক্রম করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। আটক জেলেদের পরিচয়, ট্রলারের মালিকানা, এবং সীমানা লঙ্ঘনের প্রকৃতি সম্পর্কে যাচাই চলছে।
বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন।
