মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

মুশফিক দেশের আইকন,সাক্ষাৎকারে খালেদ মাসুদ 

স্পোটস ডেস্ক

প্রকাশ: ২৩:০৩, ১৭ নভেম্বর ২০২৫

মুশফিক দেশের আইকন,সাক্ষাৎকারে খালেদ মাসুদ 

বাংলাদেশ তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় লিখতে যাচ্ছেন মুশফিকুর রহিম। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটকে নিবেদন করা এই উইকেটরক্ষক-ব্যাটার এখন অপেক্ষায় তার ক্যারিয়ারের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাইলফলক—১০০তম টেস্টের। এই অর্জনকে শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের ক্রিকেট সংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট।

পাইলট মনে করেন, মুশফিকের এই অর্জন শুধু উদযাপনের নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার ভাষায়, `মুশফিককে ১০০ টেস্ট খেলতে দেখে এখন যাদের ৫০ বা ৬০ টেস্ট হয়েছে, তারা অবশ্যই চাইবে তার মতো দীর্ঘ যাত্রা করতে। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম কিংবা পারভেজ ইমনদের মতো ছেলেরা এই পথ অনুসরণ করতে উৎসাহিত হবে।‘

তিনি আরও বলেন, এমন সাফল্য কোনো একদিনে গড়ে ওঠে না। ১০০ টেস্ট মানে অবিচল পরিশ্রম, কঠোর শৃঙ্খলা, নির্দিষ্ট রুটিন এবং জীবনযাপনের কঠোরতম নিয়মানুবর্তিতা। `মুশফিকের মতো হতে হলে সেভাবেই এগোতে হবে। সে নিজের জীবনকে সিস্টেমে বেঁধেছে—খাওয়া-দাওয়া, ফিটনেস, অনুশীলন, ঘুম—সবকিছুই একটি পরিকল্পিত ছকে। তাকে অনুসরণ করলে তরুণরা অনেক দূর যেতে পারবে,’ মন্তব্য পাইলটের।

মুশফিককে দেশে ক্রিকেটের প্রকৃত আইকন এবং নিবেদিতপ্রাণ চরিত্র হিসেবে আখ্যা দিয়ে পাইলট বলেন, `বাংলাদেশের ক্রিকেটে হাই-কোয়ালিটি ট্যালেন্ট খুব বেশি নেই। মুশফিক সেই বিরল মানের ক্রিকেটার—মেধা, অধ্যবসায়, মনোযোগ, অনুশীলনে শতভাগ নিবেদন—সবদিক থেকেই তিনি সর্বোচ্চ মানদণ্ডের।‘

পাইলটের প্রত্যাশা, শততম টেস্টটি শুধু মাইলফলক নয়, বরং একটি স্মরণীয় ইনিংসে পরিণত হোক। `আমি চাই মুশফিক তার ১০০তম টেস্টটি এমন একটি দীর্ঘ, নান্দনিক ও স্মরণীয় ইনিংস দিয়ে সাজান, যা ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে।‘

তবে ভবিষ্যত নিয়েও তার আলাদা প্রত্যাশা রয়েছে। মাঠের ক্রিকেটকে বিদায় বলার পর মুশফিক যেন ক্রিকেট ছাড়ে না—এই পরামর্শও রাখলেন তিনি। `তার মতো নিবেদিতপ্রাণ ক্রিকেট মানুষ যদি বিসিবি বা ক্রিকেট ব্যবস্থাপনায় যুক্ত থাকে, তাহলে দেশের ক্রিকেটেরই উন্নতি হবে।‘
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দিল্লিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে : রণধীর জয়সওয়াল
দণ্ডিত আসামিদের প্রচার না করতে গণমাধ্যমকে এনসিএসএর সতর্কতা
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
শেখ হাসিনার রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া; সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি
মুশফিক দেশের আইকন,সাক্ষাৎকারে খালেদ মাসুদ
ভারতীয় বাহিনীর হাতে ৫৫ বাংলাদেশি জেলে আটক
নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
ডেনমার্কের সঙ্গে বড় চুক্তি; চট্টগ্রামের লালদিয়া চরে অত্যাধুনিক টার্মিনাল