আফ্রিকা বাছাইয়ে জাদুটোনার অভিযোগ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:০৩, ১৭ নভেম্বর ২০২৫
বিশ্বকাপ বাছাইপর্বে রাবাতে অনুষ্ঠিত ডিআর কঙ্গো–নাইজেরিয়া ম্যাচ। ছবি: সংগৃহীত
আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে রাবাতে অনুষ্ঠিত ডিআর কঙ্গো–নাইজেরিয়া ম্যাচটি যেন ফুটবলের চেয়ে বড় এক রহস্য-নাটকে পরিণত হয়েছে। কঠিন লড়াইয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ৪–৩ ব্যবধানে হেরে ছিটকে গেছে নাইজেরিয়া। আর সেই হারের ক্ষোভ নিয়ে সামনে এনেছে এক নজিরবিহীন অভিযোগ—বিপক্ষ দলের টেকনিক্যাল এরিয়ায় ‘জাদুটোনা’ বা ভুডু ব্যবহারের চেষ্টা!
ম্যাচের নাটকীয় মুহূর্ত
তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় নাইজেরিয়া।
প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরায় ডিআর কঙ্গো।
দ্বিতীয়ার্ধে দাপট দেখালেও চোটে হারান তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমহেনকে।
অতিরিক্ত সময়ের ১১০তম মিনিটে কঙ্গোর গোল ভিএআর চেক করে বাতিল হয় ফাউলের কারণে।
ফলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে—যেখানে নাইজেরিয়া প্রথম দুই শটেই ব্যর্থ হয়।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে নাইজেরিয়া কোচ এরিক শেল বলেন—“পেনাল্টি সেশনের সময় ডিআর কঙ্গোর এক ব্যক্তি বারবার হাত উঠাচ্ছিল, কিছু বলছিল। ওর আচরণ আমাকে নার্ভাস করে তুলেছিল। মনে হচ্ছিল অস্বাভাবিক কিছু ঘটছে।”
তিনি আরও বলেন, বিষয়টি মানসিক চাপ তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছিল, যা তিনি ‘জাদুটোনা’ বা ‘ভুডু’ চর্চার সঙ্গে মিল পেয়েছেন।
নাইজেরিয়ার কোচ শেল বলেন, ‘এমন আচরণ খেলাধুলার নীতিবিরোধী এবং বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে এটি গুরুতর প্রভাব ফেলতে পারে।’
তাই তিনি ফিফা ও আফ্রিকা ফুটবল কনফেডারেশনের (সিএএফ) দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি তুলেছেন।
ডিআর কঙ্গো এই জয়ের মাধ্যমে আন্তঃমহাদেশীয় প্লে-অফে জায়গা পেয়ে গেছে, যেখানে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত টিকিটের জন্য লড়বে তারা।
