হাসপাতালে গিল, ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেন্স টেস্টে ভারতের বড় ধাক্কা—অধিনায়ক শুবমান গিল গুরুতর চোটে হাসপাতালে ভর্তি হয়ে পুরো ম্যাচ থেকেই ছিটকে গেলেন। দ্বিতীয় দিনের ইনিংসে গলা ও ঘাড়ের তীব্র ব্যথায় রিটায়ার্ড হার্ট হওয়া গিলকে রাতেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এমআরআই স্ক্যানের পর চিকিৎসাধীন আছেন তিনি। বিসিসিআই জানিয়েছে, আর এই টেস্টে তাকে মাঠে দেখা যাবে না। ভারতের বোলিং কোচ মরনে মর্কেল বলছেন, বাড়তি খেলার চাপ নয়; সম্ভবত ‘খারাপ ঘুম’ থেকেই ব্যথার সূত্রপাত।