বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের টিকিট বিক্রি শুরু

গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টেস্ট ১২ অক্টোবর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১:১১, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪০, ৮ অক্টোবর ২০২৫

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের টিকিট বিক্রি শুরু

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের টিকিট এখন বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে। ক্রিকেটপ্রেমীরা অনলাইনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে অথবা আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে টি সি এস এক্সপ্রেস সেন্টারগুলোর মাধ্যমে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে পারবেন।

প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। উভয় ম্যাচই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭-এর অংশ।

টিকিটের মূল্য ও সুবিধা

লাহোর টেস্ট (১২–১৬ অক্টোবর):

গাদ্দাফি স্টেডিয়ামের দর্শকরা প্রথম টেস্ট বিনামূল্যে দেখতে পারবেন নিম্নলিখিত এনক্লোজারগুলো থেকে—

জেনারেল এনক্লোজার: হানিফ মোহাম্মদ, ইমতিয়াজ আহমেদ, ইনজামাম-উল-হক, সাঈদ আহমেদ

ফার্স্ট ক্লাস এনক্লোজার: এ.এইচ. কারদার, আব্দুল কাদির, সারফরাজ নওয়াজ, জাভেদ মিয়াদাদ

প্রিমিয়াম এনক্লোজার: রাজাস, সাঈদ আনোয়ার

ভিআইপি এনক্লোজার: ইমরান খান, ফজল মাহমুদ

তবে ইকবাল এন্ডের (ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম) ভিআইপি এনক্লোজারগুলোর টিকিটের দাম ৮০০ থেকে ১,০০০ রুপি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই দামের মধ্যে থাকবে জিন্নাহ এন্ডের (মাজিদ খান, জহির আব্বাস) ভিআইপি আসনগুলোও।

রাওয়ালপিন্ডি টেস্ট (২০–২৪ অক্টোবর)

এখানেও দর্শকদের জন্য বেশ কিছু এনক্লোজারে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে—

জেনারেল এনক্লোজার: মিরান বখশ, সোহেল তানভির

ফার্স্ট ক্লাস এনক্লোজার: শোয়েব আখতার, ইয়াসির আরাফাত

প্রিমিয়াম এনক্লোজার: আজহার মাহমুদ, জাভেদ মিয়াদাদ

ভিআইপি এনক্লোজার: ইমরান খান, জাভেদ আখতার

পিসিবি গ্যালারির টিকিট প্রথম চার দিনের জন্য ৮০০ রুপি এবং পঞ্চম দিনের জন্য ১,০০০ রুপি।

প্লাটিনাম বক্স আসনের দাম প্রথম চার দিনে ৮,০০০ রুপি এবং শেষ দিনে ১০,০০০ রুপি নির্ধারণ করা হয়েছে।

হোয়াইট-বল ম্যাচের সূচি ও টিকিট

প্রথম টি-টোয়েন্টি: রাওয়ালপিন্ডি, ২৮ অক্টোবর

জেনারেল ৪০০ রুপি | ফার্স্ট ক্লাস ৬০০ | প্রিমিয়াম ৭০০ | ভিআইপি ৮০০
পিসিবি গ্যালারি ১,৫০০ | প্লাটিনাম বক্স ১৫,০০০

দ্বিতীয় তৃতীয় টি-টোয়েন্টি: লাহোর, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর

জেনারেল ৪০০ | ফার্স্ট ক্লাস ৬০০ | প্রিমিয়াম ৭০০ | ভিআইপি ৮০০
ইকবাল এন্ড ভিআইপি ১,৫০০ | জিন্নাহ এন্ড (মাজিদ খান, জহির আব্বাস) ২,০০০ | গ্যালারি (ওয়াসিম-ওয়াকার) ২,৫০০

ওয়ানডে সিরিজ (ফয়সালাবাদ, ৪, ৬ ও ৮ নভেম্বর)

জেনারেল ৪০০ | ফার্স্ট ক্লাস ৬০০ | ভিআইপি ৮০০

ভিআইপি গ্রাউন্ড ফ্লোর (ইমরান খান, এ.এইচ. কারদার) ৩,০০০

টেস্ট ইতিহাসে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে ৩০ বার। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৬টি, দক্ষিণ আফ্রিকা ১৭টি, আর ৭টি ম্যাচ ড্র হয়েছে।

পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আব্রার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নওমান আলি, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: আইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ (দ্বিতীয় টেস্ট), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন ও কাইল ভেরেইনে।

সূত্র : জিও টিভি

আরও পড়ুন