বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩৬, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৩৭, ১৬ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ফলাফল নিয়ে কারচুপির পাঁয়তারার অভিযোগ তুলে ঢাকার শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান শুরু করেন। তারা ঘোষণা দিয়েছেন, ফল ঘোষণার শেষ পর্যন্ত সেখানে অবস্থান করবেন। 

এসময় শাহবাগে অবস্থান নেওয়া ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনে অনিয়ম ও ফল বদলের চেষ্টা চলছে। আমরা বিশ্বাসযোগ্য সূত্রে এমন খবর পেয়েছি। আগামীকাল যদি ফলাফলে সামান্য কারচুপিও দেখি, তাহলে ছাত্রদল সেই জবাব এমন ভাষায় দেবে, যাতে পুরো দেশের রাজনীতির হিসাব উল্টে যায়।”

তিনি ডাকসু ও জাকসুর অতীত নির্বাচনকে ইঙ্গিত করে বলেন, সেখানে কারচুপি করে পার পেয়েছে। কিন্তু চাকসুতে আমরা সেটি হতে দেব না।

এসময় কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, আমরা জানতে পেরেছি জামায়াত-শিবির তাদের ক্যাডারদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশে জড়ো করেছে, যাতে চাকসু নির্বাচনে প্রভাব বিস্তার করা যায়।

এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ভোট কারচুপি করা হয়, তাহলে ছাত্রদল সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের নিয়ে এর জবাব দেবে।

শাহবাগে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজ ছাত্রদলের শাখা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলসহ অন্যান্য থানা ও ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা অবস্থান করছেন।

এরই মধ্যে রাত দেড়টার দিকে নির্বাচনে ফল ঘোষণা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবনের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। সেখানে ছাত্রদলের নেতা-কর্মীরা ভোট কারচুপির অভিযোগে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে প্রকৌশল অনুষদ ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।

সেখানে ছাত্রদলের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, সোহরাওয়ার্দী হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদে জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তাকে ১ হাজার ২০৩ ভোট দেওয়া হয়েছে, এই পদে ছাত্রশিবির সমর্থিত নেয়ামত উল্লাহ ১ হাজার ২০৬ ভোট পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন