বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচন

ভিপি পদে সূর্যসেন হলে ছাত্রদল ও সোহরাওয়ার্দীতে শিবির এগিয়ে

চবি প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৪, ১৬ অক্টোবর ২০২৫

ভিপি পদে সূর্যসেন হলে ছাত্রদল ও সোহরাওয়ার্দীতে শিবির এগিয়ে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটে ভিপি পদে মাস্টারদা সূর্যসেন হলে ছাত্রদল ও সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। 

এর মধ্যে মাস্টারদা সূর্যসেন হলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।

অন্যদিকে সোহরাওয়ার্দী হলে ভোট পড়েছে ৪০৩৪টি। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৪৮৮ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬৮০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট পেয়েছে। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ৪৫৮ ভোট পেয়ে এগিয়ে আছে। 

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।

অবশ্য এই হলের ভোট গণনায় কারচুপির অভিযোগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোল হয়েছে। সেখানে ছাত্রদল তাদের ভিপি প্রার্থীদের কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তারা পুনরায় ভোট গণনার দাবিতে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে প্রকৌশল অনুষদ ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।

এর আগে বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর থেকে শুরু হয় গণনা। যে কেন্দ্র ও হলের ভোট গণনা শেষ হচ্ছে সেটির ফল ঘোষণা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন