বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচন

৬ হল ও কেন্দ্রে কে এগিয়ে

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৮, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৪০, ১৬ অক্টোবর ২০২৫

৬ হল ও কেন্দ্রে কে এগিয়ে

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শেষ খবর (বৃহস্পতিবার রাত সাড়ে তিনটা) পাওয়া পর্যন্ত আরও ছয় হল ও কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এসব হল ও কেন্দ্রে ভিপি, জিএস ও এজিএস পদে যারা এগিয়ে রয়েছেন- 

এফ রহমান, আলাওল ও শাহজালাল হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

এ এফ রহমান হলে ভিপি (সহসভাপতি) পদে ৩৮১ ভোট পেয়েছেন ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ২২৬ ভোট পেয়েছেন।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ৩৫১ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ২২০ ভোট পেয়েছেন।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৪৪২ ভোট পেয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান। তার নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন ২৩১ ভোট পেয়েছেন।

আলাওল হলে ভিপি পদে ৩৯৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ২৫২ ভোট পেয়েছেন।

জিএস পদে ৩৯৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ২০০ ভোট পেয়েছেন।

এজিএস পদে ৪৭১ ভোট পেয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান। তার নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন ২২৫ ভোট পেয়েছেন।

শাহজালাল হলে ভিপি পদে ৭৭৯ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ৪৮১ ভোট পেয়েছেন।

জিএস পদে ৭৮০ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ২৮৫ ভোট পেয়েছেন।

এজিএস পদে ৭৮৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান ৫৭৯ ভোট পেয়েছেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ভিপি-জিএসে এগিয়ে ছাত্রশিবির

দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির। এ হলে ছাত্রশিবিরের প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন পেয়েছেন ৬২২ ভোট। ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৩০৩ ভোট। অন্যদিকে জিএস পদে ছাত্রশিবিরের প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৬৮১ ভোট। ছাত্রদলের মো. শাখাওয়াত হোসেন পেয়েছেন ১৪৬ ভোট।

এ হলে এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের প্যানেলের আইয়ুবুর রহমান এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৫৩৬ ভোট। ছাত্রশিবিরের প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ৩৭৬ ভোট।

কলা ও মানববিদ্যা অনুষদের কেন্দ্রে ভিপি-জিএস পদে এগিয়ে ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদের নতুন ভবন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া কেন্দ্রটিতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী ইব্রাহীম হোসেন পেয়েছেন ১ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৯৫৯ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ৭০৫ ভোট পেয়েছেন।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। তার নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন