কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২:০৪, ১৭ নভেম্বর ২০২৫
যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি পুরাতন কার্তুজ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সমাজকাল
কক্সবাজারের কুতুবদিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি পুরাতন কার্তুজ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে কুতুবদিয়া উপজেলার লেখশীখালী ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। স্থানীয়ভাবে এটি একটি ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ হিসেবে পরিচিত হওয়ায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস সমাজকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে দেশীয় তৈরির বন্দুক ও তিনটি পুরাতন কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, “অস্ত্রগুলো কেউ রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। পুরো এলাকা আমরা তল্লাশির আওতায় এনেছি। অস্ত্রের উৎস ও মালিকানা শনাক্তে তদন্ত চলছে।”
স্থানীয়রা জানান, রাতের অভিযানে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে অস্ত্র উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।
পুলিশ বলছে, কুতুবদিয়া ও আশপাশের উপকূলীয় এলাকায় মাঝে মাঝে অপরাধীরা পরিত্যক্ত বাড়িঘর, বাগান বা জঙ্গলে অস্ত্র রেখে যায়। তাই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
অস্ত্র উদ্ধার সংক্রান্ত এ ঘটনায় কুতুবদিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
