রায়ের পর গোপালগঞ্জে আ. লীগের মহাসড়ক অবরোধ–বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩০, ১৭ নভেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে গোপালগঞ্জে সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেত
গোপালগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সোমবার দুপুরের পর থেকেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভে যোগ দেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে দলীয় নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা শেখ হাসিনার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন এবং রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন। মহাসড়ক অবরোধের ফলে কয়েক কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এদিকে একই সময়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল বের করেন। তারা রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল শেষে স্থানীয়ভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ দুই ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। তবে রাজসাক্ষী হিসেবে পরিচিত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজা সর্বোচ্চ দণ্ড থেকে কমিয়ে পাঁচ বছর কারাদণ্ডে নির্ধারণ করা হয়।
রায় ঘোষণার পর থেকেই গোপালগঞ্জ জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রায়ের পরপরই ঘোষিত শাটডাউনের অংশ হিসেবে কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত সরে যায়। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে মহাসড়ক পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে।
আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে বিকেল পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
