সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

হযরত শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৩, ১৭ নভেম্বর ২০২৫

হযরত শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ ধোঁয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।ছবি: সংগৃহিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ ধোঁয়া দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদেশগামী যাত্রীদের মাঝে। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে টার্মিনালের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। বিশেষ করে যেহেতু এ সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটের যাত্রী বোর্ডিং প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন, তাই ধোঁয়া দেখা মাত্রই অনেকে ছুটোছুটি শুরু করেন।

ঘটনার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস ইউনিটও দ্রুত ঘটনাস্থলে যোগ দেয়। দুই ইউনিটের সমন্বিত কার্যক্রমে খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘বহির্গমন টার্মিনালের দেয়ালের ফাঁকে আগুনের উৎস দেখা গেছে। এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ নিষিদ্ধ এলাকায় সিগারেট খেয়ে তা দেয়ালের মাঝে ফেলে দিয়েছে। এতে আগুন ধরে ধোঁয়া ছড়িয়ে পড়ে।’

তিনি আরও জানান, ঘটনাটির উৎস শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের অভিযোগ, টার্মিনালের বিভিন্ন অংশে ধূমপান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাঝে মাঝে এ ধরনের নিয়মভঙ্গের ঘটনা ঘটে থাকে। বিমানবন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধূমপানবিরোধী নজরদারি আরও জোরদার করা হবে।

এদিকে, সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফ্লাইট চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। কয়েক মিনিটের ভেতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
ডেনমার্কের সঙ্গে বড় চুক্তি; চট্টগ্রামের লালদিয়া চরে অত্যাধুনিক টার্মিনাল
বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ
চট্টগ্রামে এনসিপির শোকরানা সিজদা, আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ
গুম-খুনের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে: খেলাফত মজলিস
ট্রাইব্যুনালের রায় ‘প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক : জাসদ
শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২২ বছর মেয়াদি চুক্তি