শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১৮, ১৬ নভেম্বর ২০২৫
মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) এই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রবিবার (১৬ই নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, 'আমরা দাঁড়িয়েছি ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের ৫ মের ঘটনা, শাহবাগ-পরবর্তী হত্যাকাণ্ড, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গুম-খুনের বিচার দাবিতে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। তবে গত ১৬ বছরে যত মায়ের বুক খালি হয়েছে, সেসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার চাই।'
তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থেকে হাজারো প্রাণহানি ঘটিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার যে সব আওয়ামী লীগ নেতাকে জামিন দিয়েছে—বিশেষ করে সাবের হোসেন চৌধুরীর জামিন—এটি প্রশ্নবিদ্ধ।'
