লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কে কঙ্গনা রানাউত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:৩৮, ১৬ নভেম্বর ২০২৫
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতঅ ছবি: ফেসবুক
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। খোলামেলা মত প্রকাশের জন্য পরিচিত এই তারকা এবার লিঙ্গ বৈষম্য ইস্যুতে মুখ খুলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তার দাবি, ভারতসহ এশিয়ার বহু পরিবার—শিক্ষিত, আধুনিক কিংবা চলচ্চিত্র-জগতের সঙ্গে যুক্ত হোক—গোপনে এখনো ছেলেসন্তানকেই বেশি অগ্রাধিকার দেয়।
কঙ্গনার ভাষ্য, “এশিয়ার প্রতিটি পরিবারে গিয়ে কথা বলুন, দেখবেন সন্তানের লিঙ্গ নিয়ে কমবেশি সবার মনেই আলাদা কিছু কথা থাকে। অনেকেই দেখান যে তাদের চোখে ছেলে ও মেয়ে সমান, কিন্তু বাস্তবে দ্বিতীয়বার মেয়েশিশু জন্মালে সে পরিবারগুলোর প্রকৃত মানসিকতা বোঝা যায়।”
তিনি বলেন, বড় পরিবারগুলোতে এ প্রবণতা আরও স্পষ্ট। প্রথম কন্যাসন্তানের জন্মের পর পরিবেশ স্বাভাবিক মনে হলেও দ্বিতীয়বার কন্যা হলে গোপন হতাশা, তুলনা কিংবা অগ্রাধিকার-বিভাজন প্রকাশ্যে আসে।
তার মন্তব্যের পরে সামাজিকমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই কঙ্গনার বক্তব্যকে বাস্তবতা হিসেবে সমর্থন করছেন, বলছেন—এশিয়ার সমাজে এ ধরনের লিঙ্গজনিত বৈষম্য এখনো গভীরভাবে রয়ে গেছে। আবার অনেকে মনে করছেন, কঙ্গনা ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছেন এবং সার্বিক পরিস্থিতিকে অতিরঞ্জিত করে দেখাচ্ছেন।
কঙ্গনা এর আগে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করে বহুবার সমালোচনার মুখে পড়েছেন। তবে এবার তার বক্তব্য নারী-পুরুষ সমতা ও পারিবারিক মানসিকতা নিয়ে নতুন করে আলোচনার ঢেউ তুলেছে বলিউড অঙ্গনে।
