খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
প্রকাশ: ০০:১৪, ১৭ নভেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
খুলনায় এক নানি ও তার দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) রাতে লবণচরা থানার তালুকদার গলির একটি বাড়ি থেকে মরদেহগুলো পাওয়া যায়।
নিহতরা হলেন সাহিদুন্নেছা (৫৫), তার নাতি মোস্তাকিম (৯) ও নাতনি ফাতিহা আহম্মেদ (৮)।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম জানান, সকালে বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় শিশু দুটিকে নানির কাছে রেখে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দরজায় নক করেও সাড়া না পেয়ে তারা প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন। ভেতরে প্রবেশ করে প্রথমে সাহিদুন্নেছার মরদেহ দেখতে পান।
পরে ঘরের পাশের মুরগির ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, “তিন মরদেহই শক্ত হয়ে গেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।”
মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
