সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার-রবিবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে

অ্যাম্বুলেন্সসহ সাত গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩০, ১৭ নভেম্বর ২০২৫

অ্যাম্বুলেন্সসহ সাত গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রবিবার (১৬ নভেম্বর) রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ঢাকার সাভারে সাতটি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসময় রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাত ৯টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ ঘটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলামোটর এলাকায় অস্থায়ী কার্যালয়ের সামনে। রাত ৯টার পর শ্যামপুর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাতে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। এ ছাড়া রাতে গাবতলী ও মহাখালীর আমতলা এলাকায়ও ককটেল বিস্ফোরণ হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। চোরাগোপ্তা এসব ককটেল হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে রবিবার সকাল সাড়ে আটটার দিকে নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল হামলায় আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন।
রবিবার টঙ্গীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত দুইটার দিকে ঢাকার বাইরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায়। 

শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগের দিন রবিবার ভোরে মাদারীপুরের গোপালপুরে গাছ কেটে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি। পুলিশ বলছে, রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে নাশকতামূলক কিছু ঘটাতে না পারেন, সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত যে সাতটি যানবাহনে আগুন দেওয়া হয়, এর মধ্যে সিলেটে একটি বাস ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। সাভারে দুটি বাস, ময়মনসিংহে একটি কাভার্ড ভ্যান, কুষ্টিয়ায় একটি ট্রাক ও রাজধানীর হাজারীবাগে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

এ নিয়ে গত এক সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৩৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি বাস, ২টি পিকআপ ও ২টি ট্রাক, একটি অ্যাম্বুলেন্স, একটি কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা ঘটল। এর মধ্যে ময়মনসিংহে আগুনে পুড়ে এক চালক নিহত হন।

এ ছাড়া রবিবার ভোরে ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, জনমনে আতঙ্ক তৈরি করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন এসব নাশকতামূলক কার্যক্রম চালিয়েছে। তারা এ নিয়ে সতর্ক রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রবিবার সাংবাদিকদের বলেন, সোমবারের রায়কে কেন্দ্র করে নিরাপত্তার ঝুঁকি নেই। পুলিশ যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, সোমবার ফ্যাসিস্ট হাসিনার ‘গণহত্যার’ রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সোমবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতসহ সমমনা আট দল। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সোমবার তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা করতে দেবেন না।

রায়কে ঘিরে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ নিয়ে গত আট দিনে (৯–১৬ নভেম্বর) আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১৯৭ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর বাইরে র‌্যাব একজনকে গ্রেপ্তার করে।  

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার বরিশালে সাংবাদিকদের বলেছেন, ‘দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।’

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার
স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া ফ্যাসিবাদ হটানো সম্ভব নয়—জোনায়েদ সাকি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল, ১৫ কর্মকর্তার বদলি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭০০
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কড়াকড়ি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
মোহাম্মদপুরে ৬ পেট্রল বোমা উদ্ধার, আটক ১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কে কঙ্গনা রানাউত
বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
১০ বছর পর বড় পর্দায় ফিরছেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’
চুড়ান্ত নিবন্ধন দৌঁড়ে এগিয়ে এনসিপি ও বাসদ, পিছিয়ে আমজনগণ পার্টি
গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোট সোমবার