স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:৩৫, ১৬ নভেম্বর ২০২৫
মার্কিন কফি জায়ান্ট স্টারবাকসের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।ছবি: নিউ ইয়র্ক পোস্ট
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মার্কিন কফি জায়ান্ট স্টারবাকসের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। ইউনিয়নভুক্ত কর্মীরা ‘ন্যায্য চুক্তির’ দাবিতে ধর্মঘটে থাকায় তিনি কফি চেইনটি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন শহরের জনগণকে।
শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মামদানি লেখেন, ‘স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে থাকবেন, ততক্ষণ আমিও স্টারবাকস থেকে কিছু কিনব না। আপনাদেরও এই বয়কটে যোগ দেওয়ার অনুরোধ করছি।’
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, কর্মীদের ধর্মঘট শুরু হয়েছে কোম্পানির সবচেয়ে ব্যস্ত ইভেন্ট ‘রেড কাপ ডে’-কে কেন্দ্র করে। এই দিনেই স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ‘রেড কাপ রেবেলিয়ন’ নামে ধর্মঘট আহ্বান করে; যাকে তারা বছরের সবচেয়ে প্রভাবশালী ওয়াকআউট হিসেবে দেখছে।
স্টারবাকসের মার্কেটিং অনুযায়ী রেড কাপ ডে-তে গ্রাহকদের বিনামূল্যে হলিডে কাপ দেওয়া হয়। ফলে এদিন কর্মীদের বিরতি কার্যক্রম কোম্পানির ওপর বড় চাপ তৈরি করবে বলে আশা করছে ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি শহরে কর্মীরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন।
স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড অভিযোগ করেছে যে কোম্পানি এখনো আলোচনায় বসতে আগ্রহ দেখায়নি। তারা সতর্ক করে বলেছে, চুক্তির আলোচনায় অগ্রগতি না হলে আগামী দিনগুলোতে আরও বৃহত্তর ধর্মঘটের ঘোষণা দেওয়া হতে পারে।
অন্যদিকে স্টারবাকস কর্তৃপক্ষ কর্মীদের দাবি নাকচ করেছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, কর্মীরা ইতোমধ্যে বাজারের তুলনায় বেশি বেতন ও সুবিধা পাচ্ছেন।
কোম্পানির যুক্তি—স্টারবাকস কর্মীরা গড়ে ঘণ্টায় ১৯ ডলার বেতন পান, অন্যান্য সুবিধা মিলিয়ে তাদের আয় ঘণ্টায় ৩০ ডলার ছাড়ায়, এ কারণে তারা ইউনিয়নের দাবি ‘অযৌক্তিক’ বলে দাবি করছে।
