বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১৭, ১৬ নভেম্বর ২০২৫
বসবাস, শ্রম ও সীমান্ত-সংক্রান্ত আইন ভঙ্গকারী প্রবাসীদের আটক করছে সৌদি পুলিশ।ছবি: সংগৃহিত
সৌদি আরব বসবাস, শ্রম ও সীমান্ত-সংক্রান্ত আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর অভিযান চালিয়ে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশের ১৪ হাজার ৯১৬ জন প্রবাসীকে ফেরত পাঠিয়েছে। ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পরিচালিত এই অভিযানের তথ্য দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদির নিরাপত্তা বাহিনী, পুলিশ, সীমান্ত রক্ষী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট ২২ হাজার ১৫৬ জন প্রবাসীকে আটক করা হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী—১৪,০২৭ জন বসবাস আইন লঙ্ঘনকারী,৪,৭৮১ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী,৩,৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী
ওই সময়ের মধ্যে ২২,০৯১ জন আটক ব্যক্তিকে নিজ নিজ দেশের দূতাবাসে নথিপত্র সংগ্রহের প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪,৭৮৪ জন দেশে ফেরার অপেক্ষায় আছেন এবং সব আইনি প্রক্রিয়া সম্পন্নের পর ১৪,৯১৬ জনকে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি সীমান্ত রক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী—১,৯২৪ জন অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়ে, এদের ৬২% ইথিওপিয়ান, ৩৭% ইয়েমেনি
অভিযান চলাকালে আরও ৩১ জনকে আটক করা হয় যারা অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দিয়ে সহায়তা করছিল বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে সৌদি আরবের বিভিন্ন আটক কেন্দ্রে ৩০ হাজার ২৩৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে জানিয়েছে—অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা করলে:সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা, ব্যবহৃত গাড়ি বা সম্পত্তি জব্দ।
সৌদিতে ভ্রমণ মৌসুম ও শ্রম ব্যস্ততার আগে যে কঠোর নজরদারি চলছে, বিশেষজ্ঞরা মনে করছেন তা আগামী কয়েক সপ্তাহ আরও তীব্র হতে পারে।
