১০ বছর পর বড় পর্দায় ফিরছেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:২৮, ১৬ নভেম্বর ২০২৫
বলিউড অভিনেত্রী হারশালি মালহোত্রা। ছবি: ফেসবুক
এক দশক আগে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’ আজও বলিউডের ইতিহাসে অন্যতম আবেগঘন ও জনপ্রিয় ছবি। আর এই ছবির ছোট্ট চরিত্র ‘মুন্নি’—যার চোখেমুখে নিষ্পাপ আকুলতা এবং অভিনয়ের সহজ সরলতায় মুগ্ধ হয়েছিল কোটি দর্শক। সেই শিশু অভিনেত্রী হারশালি মালহোত্রা আজ প্রাপ্তবয়স্ক, আর দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছেন বড় পর্দায়—তাও বড়সড়ভাবে।
তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন বহুল প্রত্যাশিত ‘অখণ্ডা-২’। শুক্রবার ছবিটি ঘিরে আয়োজিত এক অনুষ্ঠানে দেখা যায় হারশালিকে। সেখানে উপস্থিত সকলকে চমকে দেন তিনি।
বালাকৃষ্ণ হারশালির প্রতি প্রকাশ করেন ব্যাপক প্রশংসা। অভিনয়, প্রস্তুতি এবং পর্দায় তার সততা—সবকিছুই সুপারস্টারকে মুগ্ধ করেছে।
ইনস্টাগ্রামে নতুন যাত্রা নিয়ে আবেগঘন বার্তা দেন হারশালি মালহোত্রা। তিনি লেখেন—“মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; ছিল অনুভূতি, স্মৃতি আর হৃদস্পন্দন। দর্শকের ভালোবাসা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। এত বছর ধরে আমি শিখেছি, বেড়েছি, নিজেকে প্রস্তুত করেছি—কারণ একদিন নতুন অভিনেত্রী হিসেবে ফিরে আসব।”
আরও যোগ করেন—“মুন্নি ছোট্ট ছিল, কিন্তু স্মৃতির ভেতর সে বড় জায়গা দখল করে আছে। এবার শব্দ আর আলো নিয়ে ফিরছি নতুন গল্পের মাধ্যমে। প্রতিটি দৃশ্যে দিয়েছি আমার সর্বোচ্চ। চাই আবারও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ।”
হারশালির এই প্রত্যাবর্তন শুধু একটি অভিনয়-ফিরতি নয়; বরং নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠার আরেক বড় লাফ। দক্ষিণী ইন্ডাস্ট্রির দ্রুত-বর্ধনশীল বাজারে এই অভিষেক তার ক্যারিয়ারের বড় বাঁক হিসেবে দেখা হচ্ছে।
