চলন্ত গাড়ি থেকে কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:০৮, ১৬ নভেম্বর ২০২৫
একটি চলন্ত গাড়ি থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত
রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একটি চলন্ত গাড়ি থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়। পরে গাড়িটি কলাবাগানের দিকে চলে যায়।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাশে চলন্ত গাড়ি থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে ওই গাড়িটি কলাবাগানের দিকে চলে যায়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণার প্রতিবাদে আজ রবিবার ও আগামীকাল সোমবার দেশজুড়ে শাটডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো। এই কর্মসূচি চলাকালীন সময় আজ রবিবার রাজধানীতে বেশ কয়েকটি স্থানে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে একই রায়কে ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় দলটি। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ দেশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
