ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:২৩, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:৩০, ১৭ নভেম্বর ২০২৫
ককটেল। ছবি : সংগৃহীত
রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।
রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
রমনা বিভাগের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দেখা যায় দুর্বৃত্তরা ফাটিয়ে দ্রুত সটকে পড়ে।
এর আগে রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কেউ আহত না হলেও এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ধ্যায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একইদিন সকাল পৌনে ৯টার দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন পথচারী আবদুল বাসির (৫০)। তার হাত ও পায়ে জখম হয়। তিনি জানান, সম্ভবত উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছিল।
এদিকে আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে। রায়কে ঘিরে গত সপ্তাহে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে।
গতকাল শনিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের কয়েকটি ঘটনা ঘটে। এ সময় পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
