সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:৪০, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪২, ১৬ নভেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২

ছবি: আনাদোলু এজেন্সি

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের পর ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। রবিবার পর্যন্ত উদ্ধারকর্মীরা মোট ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। পরিস্থিতি সামাল দিতে চলছে বড় ধরনের তল্লাশি অভিযান।

সিলাচাপ অঞ্চলে বৃহস্পতিবার ভূমিধসের এ ঘটনা ঘটে। দেশটির অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের প্রধান এম আবদুল্লাহ জানান, এখন পর্যন্ত ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাকিদেরও দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে।

রবিবারের অভিযানে যুক্ত করা হয় কয়েকশ উদ্ধারকর্মী ও ভারী যন্ত্রপাতি। আবদুল্লাহ জানান, মোট ২১টি এক্সকাভেটর, ১৭টি কম্প্রেসরসহ সহায়ক সরঞ্জাম, ৯টি অনুসন্ধানী কুকুর এবং ছয়শর বেশি কর্মীকে কাজে লাগানো হয়েছে। কঠিন পরিবেশেও দলটি নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এর আগে শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, প্রথমে ২০ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। তখন তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরদিন নতুন করে উদ্ধার কাজ শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে থাকে।

ভারী বর্ষণের কারণে পাহাড়ি অঞ্চলটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং আশপাশের বসতিগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছে। উদ্ধারকারী দল বলছে, যতক্ষণ পর্যন্ত নিখোঁজদের অবস্থান নিশ্চিত না হচ্ছে, তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার
স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া ফ্যাসিবাদ হটানো সম্ভব নয়—জোনায়েদ সাকি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল, ১৫ কর্মকর্তার বদলি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭০০
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কড়াকড়ি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
মোহাম্মদপুরে ৬ পেট্রল বোমা উদ্ধার, আটক ১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কে কঙ্গনা রানাউত
বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
১০ বছর পর বড় পর্দায় ফিরছেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’
চুড়ান্ত নিবন্ধন দৌঁড়ে এগিয়ে এনসিপি ও বাসদ, পিছিয়ে আমজনগণ পার্টি
গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোট সোমবার