রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

‌আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:২৪, ১৬ নভেম্বর ২০২৫

হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফর শুধুই আনুষ্ঠানিক রাজনৈতিক বৈঠক নয়, বরং সৌদি আরব ও যুবরাজকে ‘সম্মান জানানোর সুযোগ’। এ মন্তব্য তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় করেন।
অনলাইন সৌদি গেজেটের বরাতে জানা যায়, সফরটি আনুষ্ঠানিকভাবে ‘ওয়ার্কিং ভিজিট’ হিসেবে তালিকাভুক্ত হলেও হোয়াইট হাউসে এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রায় রাষ্ট্রীয় সফরের মতোই। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান—যুবরাজের সফরের প্রতিটি ধাপে আড়ম্বর ও ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্মান বজায় রাখা হবে।
মঙ্গলবার সকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফর শুরু হবে হোয়াইট হাউসের সাউথ লনে আনুষ্ঠানিক আগমন-অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর সাউথ পোর্টিকোতে তাকে স্বাগত জানানো হবে বিশেষ সামরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে।
এরপর ট্রাম্প ও যুবরাজ ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা এবং যুক্তরাষ্ট্র-সৌদি অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
বৈঠকের পর ক্যাবিনেট রুমে অনুষ্ঠিত হবে একাধিক দ্বিপাক্ষিক চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর। উভয় দেশের উচ্চপর্যায়ের বাণিজ্য ও প্রতিরক্ষা কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন।
সূত্র বলছে—এসময় জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগসংক্রান্ত বেশ কয়েকটি বড় চুক্তি সম্পাদিত হতে পারে।
সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিকল্পনায় যুবরাজের সম্মানে একটি জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করা হবে। সেখানে দু’দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

বুধবার কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে মার্কিন-সৌদি বিজনেস কাউন্সিলের বিশেষ সভা—যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন। ট্রাম্প সেখানে যোগ দেবেন কি না তা নিশ্চিত না হলেও প্রশাসন বলছে, তার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে গালফ অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদার করাকে অন্যতম কূটনৈতিক ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। এর আগেও সৌদি সফরে ট্রাম্পকে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের এফ-১৫ জেটে এসকর্ট করা হয়েছিল এবং তাকে দেওয়া হয়েছিল রাজকীয় ভোজের অভ্যর্থনা।
আগের এক বৈঠকে ট্রাম্প মন্তব্য করেছিলেন—“আমার মনে হয় আমরা একে অপরকে খুব পছন্দ করি।” এমনকি যুবরাজকে তিনি আখ্যা দিয়েছিলেন ‘অসাধারণ মানুষ’ এবং “আমার বন্ধু” হিসেবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আসামির বক্তব্য ভাইরাল, আরএমপির ৪ পুলিশ সদস্য বরখাস্ত
প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে জনগণ মানবে না - ইসিকে সংলাপে রাজনৈতিক নেতাদের বার্তা
দামপাড়া সেন্ট্রাল রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার
সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জামায়াতসহ আট দলের
২০২৬ সালে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২০ মার্চ?
বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচারের রায়
৪ জেলায় বিজিবি মোতায়েন
আদানির বিদ্যুতের ৩৪% কেন কিনবে বাংলাদেশ?—প্রশ্ন রিজভীর
মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ
নারী হিসেবে অনুকম্পা পাবেন না শেখ হাসিনা: প্রসিকিউটর তামিম
বিবিএস জরিপ : ১০ শিশুর ৪ জনের রক্তে ’উদ্বেগজনক’ মাত্রায় সীসা, বেড়েছে সিজারিয়ান
হাসপাতালে গিল, ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক
নবীনগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার রায় ঘিরে আতঙ্ক—নৈরাজ্যের আশঙ্কা দেখছেন ফখরুল
‘ওয়াশরুম ভিডিও’ বিতর্কে অবশেষে মুখ খুললেন মিথিলা
চট্টগ্রামে অবৈধ রাস্তা কাটায় বাধা, প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা
পুতিন–নেতানিয়াহু ফোনালাপে গাজা, হামাস চুক্তি ও ইরান ইস্যু
আইপিএল মিনি নিলামের ধাক্কা, বড় অনেক তারকা রিলিজ
শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল
কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিলেন লতিফ সিদ্দিকী