নবীনগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫:০২, ১৬ নভেম্বর ২০২৫
নবীনগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার। ছবি: প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়েস সাবেক ইউপি চেয়ারম্যান সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন জিনোদপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুর রউফ (৬৫), শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বারকে (৭৫),শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু জাফর জামাল (৬০)।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে রাত ২ টার মধ্যে তাদের করা হয়েছে।
নবীনগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুর রউফ চেয়ারম্যান এবং শ্যামগ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ধনু মেম্বার দুজনেই বীর মুক্তিযোদ্ধা।
এদিকে আওয়ামী লীগের তিন প্রভাবশালী নেতার গ্রেপ্তারের খবর রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ফের গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের একটি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচী ঠেকাতেই আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করা হয়েছে।
