হাসপাতালে গিল, ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:১৩, ১৬ নভেম্বর ২০২৫
অধিনায়ক শুবমান গিল গুরুতর চোটে হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান টেস্টের তৃতীয় দিনের আগে বড় দুঃসংবাদ পেল ভারতীয় দল। গলা ও ঘাড়ে গুরুতর চোট পাওয়ায় পুরো ম্যাচ থেকেই ছিটকে গেলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। রবিবার সকালে বিসিসিআই নিশ্চিত করে জানায়—গিলকে আর মাঠে দেখা যাবে না, তিনি বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে আছেন।
শনিবার ভারতের প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নামেন শুবমান গিল। কিন্তু মাত্র তিন বল খেলতেই দেখা যায়, তিনি তীব্র অস্বস্তিতে আছেন। গলা ও ঘাড়ের ব্যথা এতটাই বেড়ে যায় যে তিনি ব্যাটিং চালিয়ে যেতে পারেননি এবং ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিংরুমে ফিরে আসেন।
প্রাথমিকভাবে বিসিসিআই জানায়, এটি ‘নেক স্প্যাজম’। তবে কিছুক্ষণ পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে—গিলকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়। তার গলায় তখন সারভাইক্যাল কলার দেখা যায়, যা চোটের গভীরতা নিয়ে শঙ্কা বাড়ায়।
উডল্যান্ডস হাসপাতালে পৌঁছানোর পরই তার এমআরআই স্ক্যান করা হয়। চিকিৎসা করছেন ডা. সপ্তর্ষি বসু। হাসপাতাল সূত্র জানিয়েছে, গিলকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও বিসিসিআই চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত আপডেট পাচ্ছে, তবুও তিনি অন্তত এই টেস্টে মাঠে ফিরতে পারবেন না—এটি এখন নিশ্চিত।
ভারতের বোলিং কোচ মরনে মর্কেল আশ্বস্ত করে বলেন, চোটটি খেলার চাপজনিত নয়। তার ভাষায়, “গিল খুবই ফিট ক্রিকেটার। সে নিজের শরীরের প্রতি খুব সচেতন। সম্ভবত খারাপ ঘুম থেকে এই ব্যথার সৃষ্টি হয়েছে।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্টে গিলের অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। দলকে টপ অর্ডারে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
