রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

হাসপাতালে গিল, ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:১৩, ১৬ নভেম্বর ২০২৫

হাসপাতালে গিল, ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক

অধিনায়ক শুবমান গিল গুরুতর চোটে হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান টেস্টের তৃতীয় দিনের আগে বড় দুঃসংবাদ পেল ভারতীয় দল। গলা ও ঘাড়ে গুরুতর চোট পাওয়ায় পুরো ম্যাচ থেকেই ছিটকে গেলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। রবিবার সকালে বিসিসিআই নিশ্চিত করে জানায়—গিলকে আর মাঠে দেখা যাবে না, তিনি বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে আছেন।

শনিবার ভারতের প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নামেন শুবমান গিল। কিন্তু মাত্র তিন বল খেলতেই দেখা যায়, তিনি তীব্র অস্বস্তিতে আছেন। গলা ও ঘাড়ের ব্যথা এতটাই বেড়ে যায় যে তিনি ব্যাটিং চালিয়ে যেতে পারেননি এবং ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিংরুমে ফিরে আসেন।

প্রাথমিকভাবে বিসিসিআই জানায়, এটি ‘নেক স্প্যাজম’। তবে কিছুক্ষণ পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে—গিলকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়। তার গলায় তখন সারভাইক্যাল কলার দেখা যায়, যা চোটের গভীরতা নিয়ে শঙ্কা বাড়ায়।

উডল্যান্ডস হাসপাতালে পৌঁছানোর পরই তার এমআরআই স্ক্যান করা হয়। চিকিৎসা করছেন ডা. সপ্তর্ষি বসু। হাসপাতাল সূত্র জানিয়েছে, গিলকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও বিসিসিআই চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত আপডেট পাচ্ছে, তবুও তিনি অন্তত এই টেস্টে মাঠে ফিরতে পারবেন না—এটি এখন নিশ্চিত।

ভারতের বোলিং কোচ মরনে মর্কেল আশ্বস্ত করে বলেন, চোটটি খেলার চাপজনিত নয়। তার ভাষায়, “গিল খুবই ফিট ক্রিকেটার। সে নিজের শরীরের প্রতি খুব সচেতন। সম্ভবত খারাপ ঘুম থেকে এই ব্যথার সৃষ্টি হয়েছে।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্টে গিলের অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। দলকে টপ অর্ডারে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আসামির বক্তব্য ভাইরাল, আরএমপির ৪ পুলিশ সদস্য বরখাস্ত
প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে জনগণ মানবে না - ইসিকে সংলাপে রাজনৈতিক নেতাদের বার্তা
দামপাড়া সেন্ট্রাল রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার
সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জামায়াতসহ আট দলের
২০২৬ সালে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২০ মার্চ?
বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচারের রায়
৪ জেলায় বিজিবি মোতায়েন
আদানির বিদ্যুতের ৩৪% কেন কিনবে বাংলাদেশ?—প্রশ্ন রিজভীর
মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ
নারী হিসেবে অনুকম্পা পাবেন না শেখ হাসিনা: প্রসিকিউটর তামিম
বিবিএস জরিপ : ১০ শিশুর ৪ জনের রক্তে ’উদ্বেগজনক’ মাত্রায় সীসা, বেড়েছে সিজারিয়ান
হাসপাতালে গিল, ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক
নবীনগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার রায় ঘিরে আতঙ্ক—নৈরাজ্যের আশঙ্কা দেখছেন ফখরুল
‘ওয়াশরুম ভিডিও’ বিতর্কে অবশেষে মুখ খুললেন মিথিলা
চট্টগ্রামে অবৈধ রাস্তা কাটায় বাধা, প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা
পুতিন–নেতানিয়াহু ফোনালাপে গাজা, হামাস চুক্তি ও ইরান ইস্যু
আইপিএল মিনি নিলামের ধাক্কা, বড় অনেক তারকা রিলিজ
শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল
কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিলেন লতিফ সিদ্দিকী