রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতের বিপক্ষে ‘প্রথম জয়’ খুঁজছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:৫৪, ১৬ নভেম্বর ২০২৫

ভারতের বিপক্ষে ‘প্রথম জয়’ খুঁজছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। কিন্তু এখনও জয়ের স্বাদ পাননি তিনি—এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডেও জয়ের মুখ দেখেনি লাল-সবুজরা। তাই শমিতের ব্যক্তিগত লক্ষ্য এবং দলের সমষ্টিগত লক্ষ্য—দুটোই এখন একই জায়গায় এসে দাঁড়িয়েছে: জয়ের খোঁজ।

শনিবার বিকেলে অনুশীলনে নামার আগে আত্মবিশ্বাসী শমিত স্পষ্ট জানিয়ে দিলেন—ভারতের বিপক্ষেই মিলতে পারে বাংলাদেশের প্রথম জয়।
শমিত বিশ্বাস করেন, ম্যাচ জিততে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখা।

তিনি বলেন,“হ্যাঁ, মিডফিল্ডের নিয়ন্ত্রণে আমরা আত্মবিশ্বাসী। গোলকিপার থেকে ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকার—সবাই বিশ্বাস করে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারব, জিততেও পারব। আগের ম্যাচগুলোতে পারফরম্যান্স ভালো ছিল, কিন্তু জয়টা আসেনি—এটা আমাদের প্রাপ্য। আশা করি এবার সেটা পাব।”

সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ দিকে গোল হজম করে ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৪–৩ ব্যবধানে হার কিংবা নেপালের ম্যাচে যোগ করা সময়ে তিন পয়েন্ট হাতছাড়া—সবই স্মরণীয়। ভারতের বিপক্ষেও এমন স্মৃতি আছে ২০১৯ সালের সল্টলেকের ম্যাচে, যেখানে ৮৮তম মিনিটে গোল হজম করে ড্র করতে হয়।

এই প্রসঙ্গ টেনে শমিত বলেন,“ফুটবলে এমন হয়। আমরা শুধু ভাগ্যকে পাশে পাচ্ছি না। নেপালের ম্যাচে তাদের যে কর্নারটা পেল—ওটা তো অফসাইডও মনে হয়েছে। তবে এসব হয়। আশা করি এবার মনোযোগ হারাব না এবং শেষ বাঁশি বাজা পর্যন্ত ফোকাস ধরে রাখতে পারব।”
এই প্রথমবার ভারতের বিপক্ষে মাঠে নামবেন শমিত সোম। প্রতিপক্ষ বিশ্লেষণেও আশাবাদী তিনি।

তিনি বলেন,“ভারত ভালো দল, কিন্তু দুর্বলতাও আছে। তাদের মিডফিল্ড আর ডিফেন্স লাইনের মাঝে ফাঁক থাকে—ওই জায়গা আমরা কাজে লাগাতে পারব। নেপাল যেমন ডিফেন্ড করেছে, ভারত ততটা সংগঠিত থাকতে পারবে বলে মনে হয় না।”

প্রবাসী ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন উঠলেও শমিত তা সরাসরি নাকচ করেছেন।

শমিত বলেন,“আমাদের দলটা ১১ জনের—দেশি-বিদেশির কোনো বিভেদ নেই। জিততে হলে সবাইকে একসঙ্গে থাকতে হবে। আমরা কখনোই এভাবে ভাবিনি। এভাবে ভাবলে বাংলাদেশ জিতবে না।”

ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে। শিলংয়ে সর্বশেষ মুখোমুখি হওয়া ম্যাচটি ছিল গোলশূন্য ড্র।

এবার তাই প্রত্যাশা আরও বড়—মঙ্গলবারের ম্যাচকে ‘জয়ের দিন’ বানাতে চান শমিত।

তার কথায়,“যে জয়টা এতদিন খুঁজছি, আশা করি মঙ্গলবারই সেটা পাওয়া যাবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিলেন লতিফ সিদ্দিকী
শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’এ তাসনিয়া ফারিণ
পুতিনের নির্দেশেই স্ক্রিপালকে হত্যাচেষ্টা
আসিফের মন্তব্যে বাফুফের কাছে দুঃখ প্রকাশ করল বিসিবি
লকডাউনের পর শাটডাউন, ফের উদ্বেগ উৎকন্ঠা
মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
তাকাইচির মন্তব্যে উত্তপ্ত বেইজিং-টোকিও সম্পর্ক
প্যারিস চুক্তির অঙ্গীকার মানছে না ধনী দেশগুলো: ফরিদা আখতার
গাছ কেটে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ
চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ উপলক্ষে আনন্দ মিছিল
ভারতের বিপক্ষে ‘প্রথম জয়’ খুঁজছে বাংলাদেশ
ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
শেখ হাসিনার রায় কাল: বিটিভিতে সরাসরি সম্প্রচার
নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
২৬ বাংলাদেশিকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
সরকারি চাকরিজীবীরা যেভাবে আয়করের হিসাব করবেন
গণভোটের ফাঁদে দেশকে ঠেলে দিলে পালানোর হেলিকপ্টারও পাবে না
ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়
বিএনপি নেতা কুপিয়ে হত্যা: আধিপত্য বিস্তারকেই কারণ মনে করছে পুলিশ
হঠাৎ কমল স্বর্ণের দাম