শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’এ তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:১৫, ১৬ নভেম্বর ২০২৫
তাসনিয়া ফারিন এবং শাকিব খান। ছবি: সংগৃহীত
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবার নতুন সিনেমা ‘প্রিন্স’–এ পাচ্ছেন নতুন মুখ। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আনুষ্ঠানিকভাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমায় যুক্ত হয়েছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
প্রকাশিত সেই ছবিতে প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি অবস্থায় দেখা যায় ফারিণকে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “আনুষ্ঠানিক ঘোষণা—তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।” সেখানে আরও উল্লেখ করা হয়, “দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু—এক নতুন অধ্যায়ের সূচনা।”
নিজের সামাজিক মাধ্যমেও আনন্দ প্রকাশ করেছেন তাসনিয়া ফারিণ। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন“হৃদয় ভরে গেছে, আমি প্রিন্সের জন্য প্রস্তুত।”
তবে তিনি শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন কি না, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নির্মাতা প্রতিষ্ঠান শুধু জানিয়েছে—এটি হবে ঈদুল ফিতরের জন্য সাজানো বড় চমক।
সিনেমাটির পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, আর গল্প–চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। পুরো টিমই জানিয়েছে—সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ঈদুল ফিতরেই ‘প্রিন্স’ মুক্তি পাবে।
বাংলা সিনেমার অগ্রযাত্রায় নতুন রসায়ন ও বড় বাজেটের আয়োজন হিসেবে ‘প্রিন্স’ এখনই দর্শকের আগ্রহের কেন্দ্রে। শাকিব–ফারিণ জুটির সম্ভাব্য রূপকল্প ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসও বাড়ছে।
