শেষ পর্যন্ত বাতিলই হলো জেমস–আলী আজমতের কনসার্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০২, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:০৭, ১৬ নভেম্বর ২০২৫
দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল দুই দেশীয় ও আন্তর্জাতিক সংগীত তারকার বহুল প্রতিক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’। এতে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুন–এর সমকালীন তারকা আলী আজমত ও বাংলাদেশের ‘নগর বাউল’ জেমস।
ইউনাইটেড কনভেনশন সেন্টারে শুক্রবার (১৪ নভেম্বর) এই কনসার্ট হওয়ার কথা ছিল। প্রস্তুতি, আলো–সাউন্ড, নিরাপত্তা ব্যবস্থা—সবকিছুই চূড়ান্ত ছিল বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন। তবে শেষ পর্যায়ে পুলিশের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি প্রথমে স্থগিত ঘোষণা করা হয়।
কিন্তু সে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়—কনসার্টটি স্থগিত নয়, বরং সম্পূর্ণ বাতিল। এক বিবৃতিতে তারা বলেন,“দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীনতার কারণে দর্শক, স্পনসর, পার্টনার এবং টিকিটধারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে।”
বিবৃতিতে দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করে আরও বলা হয়—“পরিস্থিতি স্থিতিশীল হলে এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে নতুন তারিখে অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছি।”
আয়োজকরা জানিয়েছেন, টিকিট রিফান্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। দর্শকদের আপডেটের জন্য অফিসিয়াল চ্যানেল নজরে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
