রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

হঠাৎ কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৬, ১৬ নভেম্বর ২০২৫

হঠাৎ কমল স্বর্ণের দাম

দেশের বাজারে একের পর এক স্বর্ণের দাম বাড়তে থাকা পরিস্থিতির মাঝে হঠাৎই বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ নভেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের নতুন মূল্য রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা, যা এর আগে ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের তেজাবি দামের পতন এবং স্থানীয় বাজারে স্বর্ণের চাহিদা-সরবরাহের সাম্প্রতিক ওঠানামা এই মূল্য হ্রাসের প্রধান কারণ। গত কয়েক মাস ধরে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ডলারের দামের পরিবর্তনের কারণে স্বর্ণের বাজার অস্থিতিশীল থাকলেও সাম্প্রতিক সময়ে বাজারে কিছুটা স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছে।

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, টানা মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ক্রেতারা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। বিশেষত বিয়ের মৌসুম সামনে রেখে অনেক পরিবারই স্বর্ণ কেনার পরিকল্পনা স্থগিত রেখেছিল। এবার দাম কমায় বাজারে ক্রেতার আগ্রহ ফিরে আসতে পারে বলে আশা করছেন তারা।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা ছিল।

নতুন দামে সবচেয়ে বেশি কমেছে ২২ ক্যারেটের স্বর্ণ—যা মূলত বিবাহ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

 

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন, নকশা ও তৈরির জটিলতার ওপর ভিত্তি করে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণ ব্যবসায়ীরা মনে করেন, মূল্য হ্রাসের ফলে মাঝারি ও নিম্নবিত্ত ক্রেতারা আবার নতুন স্বর্ণ কেনার দিকে ঝুঁকবে। এতে বাজারে লেনদেনের পরিমাণ বাড়বে।

২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
২৬ বাংলাদেশিকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
সরকারি চাকরিজীবীরা যেভাবে আয়করের হিসাব করবেন
গণভোটের ফাঁদে দেশকে ঠেলে দিলে পালানোর হেলিকপ্টারও পাবে না
ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়
বিএনপি নেতা কুপিয়ে হত্যা: আধিপত্য বিস্তারকেই কারণ মনে করছে পুলিশ
হঠাৎ কমল স্বর্ণের দাম
হাফ ভাড়া নিয়ে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষ: অর্ধশতাধিক বাস ভাঙচুর
রাজধানীর আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার