রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি

​​​​​​​নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৩, ১৬ নভেম্বর ২০২৫

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি

বায়ুদূষণ। ছবি : সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। শুধু তা-ই নয়, ঢাকার বাতাসও আজও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার (IQAir) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা এ সময় দূষিত শহরের তালিকায় ১৮১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় প্রকাশিত এ তালিকা অনুযায়ী, বিশ্বে সবচেয়ে দূষিত শহর হিসেবে প্রথম স্থানে রয়েছে দিল্লি, যেখানে বায়ুর মানের স্কোর ৫৫৯। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কোলকাতা, স্কোর ২১১। পাকিস্তানের লাহোরও একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ অবস্থানে আছে মিশরের কায়রো, স্কোর ২০২।

ঢাকার স্কোর ১৮১ হওয়ায় তা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকার অন্যান্য শহরের বাতাসের মানের স্কোর ১৮০ থেকে ১৬০-এর মধ্যে, যা এক ধরনের সতর্কবার্তা।

আইকিউএয়ারের বায়ুর মানের সূচক (একিউআই) অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর—যেমন অসুস্থ, শিশু ও বৃদ্ধ—জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

ঢাকার এই অবস্থান দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এই ধরণের বাতাস দীর্ঘমেয়াদে শ্বাসপ্রশ্বাসের সমস্যা, অস্থমা এবং অন্যান্য শ্বাসনালি সংক্রান্ত অসুবিধার ঝুঁকি বাড়ায়।

দূষিত বায়ুর মাত্রা নিয়ন্ত্রণে আনতে পরিবেশ ও নগর পরিকল্পনা কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যানবাহন থেকে নির্গত ধোঁয়া, শিল্পাঞ্চলের দূষণ এবং অব্যবস্থাপনার কারণে ঢাকার বাতাস প্রতিনিয়ত অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছাচ্ছে।

বিশ্বের অন্যান্য দূষিত শহরের সঙ্গে ঢাকার অবস্থান তুলনা করলে বোঝা যায়, দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নগর পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও কঠোর মনোযোগ প্রয়োজন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
২৬ বাংলাদেশিকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
সরকারি চাকরিজীবীরা যেভাবে আয়করের হিসাব করবেন
গণভোটের ফাঁদে দেশকে ঠেলে দিলে পালানোর হেলিকপ্টারও পাবে না
ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়
বিএনপি নেতা কুপিয়ে হত্যা: আধিপত্য বিস্তারকেই কারণ মনে করছে পুলিশ
হঠাৎ কমল স্বর্ণের দাম
হাফ ভাড়া নিয়ে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষ: অর্ধশতাধিক বাস ভাঙচুর
রাজধানীর আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার