রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩০, ১২ নভেম্বর ২০২৫

পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী অভিযান ও জরিমানা

ছবি : সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) দেশব্যাপী একাধিক অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে।

সাভার, ঢাকা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন উৎপাদন, কালো ধোঁয়া নির্গমন এবং শব্দদূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। 

মোট ১২টি মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে কয়েকটি ইটভাটা বন্ধ, চিমনি ভেঙে দেওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পলিথিন জব্দ এবং একাধিক মামলায় অর্থদণ্ড আদায় করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সাভার উপজেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অবস্থিত মেসার্স এ বি এম অ্যান্ড কোং ইটভাটা চালু অবস্থায় পাওয়া গেলে ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট গুড়িয়ে ফেলা হয়। একইসঙ্গে ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার মালিক থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস, চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং প্রতিটি থেকে ৬ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়।

একই এলাকায় অবস্থিত মেসার্স এম এইচ এস ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট সকল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।

অন্যদিকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘনের দায়ে আজ পঞ্চগড় জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৪ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

একইসঙ্গে বাজার ও দোকান মালিকদের সতর্কতামূলক বার্তা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ ছাড়া, যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার লালবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে আজ ঢাকার শ্যামলী এলাকা ও পঞ্চগড় জেলায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ১১ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে আজ ঢাকা মহানগরের আফতাবনগর, বসিলা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ২২ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। 

একইসঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার রায় কাল: বিটিভিতে সরাসরি সম্প্রচার
নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
২৬ বাংলাদেশিকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
সরকারি চাকরিজীবীরা যেভাবে আয়করের হিসাব করবেন
গণভোটের ফাঁদে দেশকে ঠেলে দিলে পালানোর হেলিকপ্টারও পাবে না
ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়
বিএনপি নেতা কুপিয়ে হত্যা: আধিপত্য বিস্তারকেই কারণ মনে করছে পুলিশ
হঠাৎ কমল স্বর্ণের দাম
হাফ ভাড়া নিয়ে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষ: অর্ধশতাধিক বাস ভাঙচুর
রাজধানীর আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ