দলগুলোকে আচরণবিধি মানার আহ্বান সিইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১, ১৬ নভেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন—“আচরণবিধি সঠিকভাবে মানলে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুন্দর ও নির্ভুল হবে।”
রবিবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংলাপে নির্বাচন কমিশনাররা ছাড়াও উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইসিকে বেশ কিছু জটিল ও গুরুত্বপূর্ণ কাজ হাতে নিতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল ভোটার তালিকা হালনাগাদ।
তিনি বলেন—৭৭ হাজার মাঠকর্মীকে প্রশিক্ষণ দিয়ে কয়েক মাস ধরে ভোটার তালিকা হালনাগাদকরণ সম্পন্ন করা হয়েছে।
২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে—যাকে তিনি পূর্বের নির্বাচনে ভোট কারচুপির সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেন।৪০ লাখের বেশি নতুন ভোটার শনাক্ত করা হয়েছে, যাদের নাম আগে তালিকায় ছিল না।
সিইসি জানান, প্রতি নির্বাচনে প্রায় ১০ লাখ মানুষ ভোটগ্রহণের দায়িত্বে থাকেন—পুলিশ, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা—কিন্তু তারা নিজেরা ভোট দিতে পারেন না। এবার তাদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া কর্মস্থলে থাকা সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের জন্যও ভোটদানের নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
নাসির উদ্দিন বলেন, নির্বাচনী সংস্কার কমিশন রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ৮০টির বেশি সংলাপ করেছে। এসব সংলাপ ইসিকে নীতিনির্ধারণে বড় সহায়তা দিয়েছে।
সরকারও এসব সংস্কারের কিছু সুপারিশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, যা নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিইসি বলেন—“নির্বাচন কমিশন একা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে না। এজন্য রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
তিনি দলগুলোকে অনুরোধ করেন, নিজেদের কর্মীদের আচরণবিধি সম্পর্কে পরিষ্কারভাবে ব্রিফ করতে এবং মাঠপর্যায়ে বিশৃঙ্খলা রোধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে।
