আসিফের মন্তব্যে বাফুফের কাছে দুঃখ প্রকাশ করল বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৫৯, ১৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) / ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্যে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে অবশেষে আনুষ্ঠানিকভাবে বাফুফের কাছে ‘দুঃখ প্রকাশ’ করল বিসিবি।
ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের পাঠানো ব্যাখ্যাপত্রের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত চিঠি পৌঁছেছে বাফুফে কার্যালয়ে।
৯ নভেম্বর অনুষ্ঠিত ক্রিকেট কনফারেন্সে ফুটবল এবং ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন আসিফ আকবর। তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়া অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
প্রতিবাদ জানিয়ে বিসিবির কাছে ব্যাখ্যা চান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। চার দিন পর সেই ব্যাখ্যা পাঠাল ক্রিকেট বোর্ড। চিঠিতে বিসিবি জানায়—কনফারেন্সে আসিফকে বিসিবির পরিচালক নয়, বরং জেলা প্রতিনিধি কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছিল। তার বক্তব্যও ছিল জেলা পর্যায়ের মাঠ-সংক্রান্ত দীর্ঘদিনের হতাশা ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।
চিঠিতে বলা হয়, “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা তিনি ব্যক্তিগত হিসেবে প্রদান করেছেন। কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলিত করে না।”
বিসিবি আরও স্পষ্ট করে জানায়, সেই মন্তব্যকে বোর্ডের অফিসিয়াল অবস্থান হিসেবে দেখা সঙ্গত নয়। ফুটবল সম্প্রদায়ের কারও মনে যদি এ কারণে আঘাত লাগে বা বিভ্রান্তি তৈরি হয়—তবে তা অত্যন্ত দুঃখজনক।
বিসিবি সভাপতি চিঠিতে লেখেন, “যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
ফুটবল–ক্রিকেটের সম্পর্ককে কেন্দ্র করে টানা কয়েক দিন ধরে যে উত্তাপ নেমে এসেছিল, বিসিবির এই চিঠি দুই ফেডারেশনের মধ্যে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ক্রীড়াজগতে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক পুনরুদ্ধারের এই ইঙ্গিতকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
