ইসির সংলাপে বাংলাদেশ ন্যাপের ১২ দফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৮, ১৬ নভেম্বর ২০২৫
নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপে ১২ দফা সুপারিশমালা পেশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপ। রবিবার (১৬ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত আলোচনায় দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি এই প্রস্তাবগুলো উপস্থাপন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ও যুগ্ম মহাসচিব মো. নূরুল আমান চৌধুরী।
বাংলাদেশ ন্যাপের মূল দাবি ছিল—সর্বশেষ আরপিও সংশোধনী বহাল রাখা এবং রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিধান অক্ষুণ্ন রাখা। দলটি মনে করে, এতে নির্বাচনী প্রতিযোগিতা স্বচ্ছ হয় এবং জনমত প্রতিফলন আরও স্পষ্ট হয়।
১২ দফার প্রধান উল্লেখযোগ্য বিষয়গুলো
১. আরপিও সংশোধনী বহাল রাখা ও নিজস্ব প্রতীকের বিধান অপরিবর্তিত রাখার দাবি
জোট বা মহাজোট যাই হোক—প্রতিটি দল যাতে নিজস্ব প্রতীকে ভোটে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি জোর আহ্বান জানায় ন্যাপ।
২. পেশীশক্তি ও কালো টাকা নির্মূলে কঠোর ব্যবস্থা
অবৈধ অস্ত্র উদ্ধার, রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত অস্ত্র জমা নেওয়া এবং কালো টাকা রোধে ইসির স্বাধীন গোয়েন্দা নজরদারি ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়।
৩. নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ
ডিসি-ইউএনওর পরিবর্তে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের দাবি তোলে ন্যাপ। এ জন্য ইসির জনবল বৃদ্ধি এবং সব পর্যায়ের কর্মকর্তার নিরপেক্ষতা নিশ্চিত করতে বলা হয়।
৪. নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকেই সেনাবাহিনী মোতায়েন
ভোটের কমপক্ষে এক সপ্তাহ আগে প্রত্যেক কেন্দ্রে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়।
৫. প্রতিটি কেন্দ্রে অস্থায়ী মনিটরিং কমিটি
আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে নির্বাচন ভবনে কেন্দ্রীয় অভিযোগ বুথ স্থাপন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়।
৬. আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা
অনলাইনে অপপ্রচার বন্ধে ইসির বিশেষ সেলকে সক্রিয় রাখার কথাও বলে দলটি।
৭–৮. প্রবাসী ও চাকরিজীবীদের পোস্টাল ব্যালটের সুযোগ বৃদ্ধি
এনআইডি/পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন, সেনা–পুলিশসহ ছুটি না পাওয়া চাকরিজীবীদের পোস্টাল ব্যালটের সুবিধা এবং অতিবয়স্ক ও প্রতিবন্ধীদের ইচ্ছা অনুযায়ী পোস্টাল ভোট দেওয়ার দাবি তোলা হয়।
৯. সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশাধিকার নিশ্চিত করা
নির্বাচন কাভারেজে সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং পর্যবেক্ষকদের অবাধ চলাচলের সুযোগ চায় ন্যাপ।
১০. ভোটকেন্দ্রে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা
বিশৃঙ্খলা রোধে সিসিটিভি স্থাপন এবং সকল প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।
১১. ছবি-সংবলিত ভোটার তালিকা সরবরাহ
পোলিং এজেন্টদের যথাসময়ে স্পষ্ট ছবি-যুক্ত ভোটার তালিকা সরবরাহের কথা বলা হয়।
১২. দুর্নীতিবাজ–সন্ত্রাসীদের অযোগ্য ঘোষণা
দলটির মতে, দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং শৃঙ্খলাভঙ্গকারীদের নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করলে নির্বাচন আরও সুষ্ঠু হবে।
