যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে প্রথম সরাসরি গম চালান—খালাস শুরু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬:০৭, ১৬ নভেম্বর ২০২৫
বাগেরহাটের মোংলা বন্দরে প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্র থেকে সরকারি আমদানিকৃত গমবাহী জাহাজ ভেড়েছে। এমভি উইকো টাটি নামের জাহাজটি শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করে। এরপর নমুনা সংগ্রহ ও পরীক্ষায় গুণগতমান ঠিক থাকায় রোববার (১৬ নভেম্বর) সকাল থেকেই খালাস কার্যক্রম শুরু হয়েছে।
মোংলা খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার সমাজকালকে জানান, জাহাজটি ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে এসেছে। এর মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন গম সংরক্ষণ করা হবে মোংলার খাদ্য গুদামে। বাকি গম পাঠানো হবে খুলনা, বরিশাল ও রাজশাহীতে।
তিনি বলেন, “উইকো টাটি বড় আকারের জাহাজ। গভীরতা বেশি হওয়ায় এটি মূল জেটিতে ভেড়ানো সম্ভব হয়নি। তাই ফেয়ারওয়েতে রেখে গম খালাস চলছে।”
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী জি-টু-জি–১ নগদ ক্রয় চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হচ্ছে।
এর অংশ হিসেবে আগেই দুটি চালান দেশে পৌঁছেছে—
প্রথম চালান: ২৫ অক্টোবর – ৫৬,৯৫৯ মেট্রিক টন
দ্বিতীয় চালান: ৩ নভেম্বর – ৬০,৮০২ মেট্রিক টন
তৃতীয় চালান (বর্তমান): ১৪ নভেম্বর – ৬০,৮৭৫ মেট্রিক টন।
মোট তিন চালানে এখন পর্যন্ত দেশে এসেছে ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, এর আগে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী সব জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ে পরে মোংলায় পাঠানো হতো। এবারই প্রথম সরাসরি মোংলায় জাহাজ এসেছে, যা বন্দরের সক্ষমতা এবং গভীরতার উন্নয়নকে সামনে আনে।
