বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচারের রায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩০, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩৪, ১৬ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অনুমতি সাপেক্ষে রায়ের যে অংশটি আদালত পড়ে শোনাবেন, সেটি দেশব্যাপী লাইভ প্রচার করা হবে বলে নিশ্চিত করেছে প্রসিকিউশন।
রবিবার (১৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, “আগামীকাল ট্রাইব্যুনাল যে অংশটুকু পড়বেন, সেই অংশটুকু বিটিভি লাইভ সম্প্রচার করবে। আর বিটিভির মাধ্যমে দেশের অন্যান্য গণমাধ্যমও তা সরাসরি প্রচার করতে পারবে। এটা পুরোপুরি ট্রাইব্যুনালের অনুমোদনের ভিত্তিতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা রায় পাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দীর্ঘ শুনানি, সাক্ষ্য–প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপনের পর আমরা ন্যায়বিচারের প্রত্যাশায় আছি।”
মামলার তিন আসামি—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন—জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে সাবেক আইজিপি মামুন আদালতে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন, যা মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আগামীকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
