দামপাড়া সেন্ট্রাল রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫:৫৮, ১৬ নভেম্বর ২০২৫
দামপাড়া পুলিশ লাইন্সস্থ সেন্ট্রাল রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। ছবি: সংগৃহীত
আজ সকাল ১১ টায় চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ সেন্ট্রাল রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।
পরিদর্শনের শুরুতে কমিশনারকে ফুলের শুভেচ্ছা জানান উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। এরপর সিএমপির একটি চৌকস টিম তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এছাড়াও তিনি সেন্ট্রাল রিজার্ভ অফিসের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সময়োপযোগী করাসহ
রিজার্ভ ফোর্সের ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
