২০২৬ সালে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২০ মার্চ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:৪৩, ১৬ নভেম্বর ২০২৫
পবিত্র ঈদুল ফিতরে কোলাকুলি। ছবি: সংগৃহীত
২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে—এ বিষয়ে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞান সমিতি। সংস্থাটির হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ ২০২৬, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সমিতির হিসেবে, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হওয়ায় রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান—রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। এ হিসাবে রোজা শেষ হবে ১৮ মার্চ বুধবার, এরপর পরদিন থেকেই শুরু হবে ঈদের ছুটির সময়।
হিসাব অনুযায়ী, আরব আমিরাতে কর্মরতরা পেতে পারেন চার দিনের ছুটি—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রবিবার) পর্যন্ত।এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে নিয়মিত কর্মদিবস শুরু হবে।
ইউএই সরকার জানিয়েছে, এগুলো শুধুই জ্যোতির্বৈজ্ঞানিক প্রাক্কলন। ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে আমিরাতের সরকারি চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ভিত্তিতে, নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।
পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদের নামাজ, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানো, দান-খয়রাত ও বিভিন্ন সামাজিক অনুষঙ্গের মধ্য দিয়ে দিনটি গভীর ধর্মীয় তাৎপর্যে পালন করা হয়।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব মিললে ২০২৬ সালে প্রথম শাওয়াল হবে শুক্রবার, ২০ মার্চ—আর সেদিনই উদযাপিত হবে ঈদুল ফিতর।
