তরুণদের সুরক্ষায় মুসলিম ওয়ার্ল্ড লীগের বিশেষ উদ্যোগ
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৬:৪৪, ৭ নভেম্বর ২০২৫
ছবি: মুসলিম ওয়ার্ল্ড লীগ
তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তোলা বিশ্বের শান্তি ও টেকসই উন্নয়নের অন্যতম মূল ভিত্তি। এ বিষয়ে তরুণদের যথেষ্ঠ পরিচর্যা প্রয়োজন। তাই তরুণদের সুরক্ষায় ২৮টি উদ্যোগ হাতে নিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ।
সংস্থাটির মহাসচিব ও ওলামা পরিষদের চেয়ারম্যান শায়েখ ড. মুহাম্মদ আল ঈসা জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভায় এসব উদ্যোগের বাস্তবায়ন প্রক্রিয়া ঘোষণা করেন।
উদ্যোগগুলো একটি সমন্বিত কাঠামোর অধীনে বাস্তবায়িত হবে, যা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিবার ও সমাজের সব স্তরে প্রভাব বিস্তার করবে। এর মাধ্যমে যুবসমাজকে সংঘাত, ঘৃণা, বৈষম্য ও বিদ্বেষমূলক বক্তব্য থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে সহনশীলতা ও সংলাপের সংস্কৃতি প্রচার করা হবে।
এই উদ্যোগগুলো তৈরিতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, সংসদ সদস্য, জাতিসংঘের দূত, শীর্ষস্থানীয় ধর্মীয় ও বুদ্ধিজীবী নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদদের অংশগ্রহণ ছিল।
শায়েখ ড. মুহাম্মদ আল ঈসা বলেন, ‘যুবসমাজই বিশ্বের শান্তি ও উন্নয়নের মূল শক্তি। তাদের সঠিক চেতনায় আলোকিত করাই আমাদের অঙ্গীকার।’
