হারামাইনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৫:৫২, ৭ নভেম্বর ২০২৫
শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। ছবি: ইনসাইড দ্য হারামাইন
সম্প্রতি মসজিদে হারামে একাধিক মুসল্লির সঙ্গে নিরাপত্তাকর্মীর দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর সমালোচনা হচ্ছে। এই বিষয়ে নিরাপত্তাকর্মী ও মুসল্লিদেরকে যার যার অবস্থান থেকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন হারামাইনের ধর্মবিষয়ক পরিষদের সভাপতি শায়েখ ড. আবদুর রহমান আস-সুদাইস।
তিনি বলেন, মসজিদে হারাম ও মসজিদে নববীতে নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তাকর্মী ও জনসমাগম নিয়ন্ত্রকদের পরামর্শ অনুসরণ করা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম ইবাদত। কারণ এটি মানুষের জীবনকে সুশৃঙ্খল করে এবং পবিত্র স্থানগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখে।
তিনি আরও বলেন, পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধান, আগত মুসল্লিদের সেবা, তাদের নিরাপত্তা রক্ষা এবং ইবাদতের প্রশান্ত পরিবেশ বজায় রাখা সৌদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই প্রত্যেক আগন্তুক ও হজ-ওমরাহ পালনকারীর উচিত আল্লাহকে ভয় করা, নিরাপত্তা বিধান মেনে চলা এবং সকল নিয়ম অনুসরণ করা, যা সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করে।
শায়েখ সুদাইস জোর দিয়ে বলেন, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও আগন্তুকদের সুরক্ষা এমন এক ব্যাপার, যা কখনো লঙ্ঘন করা যাবে না এবং অবহেলা করার সুযোগ নেই। এগুলো রক্ষা করা ধর্মীয় দায়িত্ব এবং সম্মিলিত কর্তব্য, যা মুসলিম সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে।
তিনি আরও বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা মানে কেবল প্রশাসনিক দায়িত্ব পালন নয়, বরং এটি এমন এক ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি ও মানুষের মঙ্গল দুটোই অর্জন করে।
