৫০ বছরে সবচেয়ে সফল হজ হয়েছে এবার
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২৩:৩৫, ১১ নভেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল হজ হয়েছে এবার। জেদ্দায় অনুষ্ঠিত হজ সম্মেলনে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তওফিক আল-রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।
হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে, যা গত ৫০ বছরে সর্বোচ্চ।
রবিবার (৯ নভেম্বর) জেদ্দার সুপারডোমে শুরু হয়েছে হজ সম্মেলন ও প্রদর্শনী। দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল। ‘মক্কা থেকে বিশ্বে’ শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিবেন। সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জানান, ২০২৫ সালের হজ মৌসুম সব দিক থেকে ব্যতিক্রমী ছিল। একাধিক সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ফলে এবার হজ ব্যবস্থাপনা, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি অর্জিত হয়েছে। ২০২২ সালে যেখানে হজযাত্রীদের সন্তুষ্টির হার ছিল ৭৪ শতাংশ, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯১ শতাংশে।
হজ ও ওমরাহ মন্ত্রী আরও জানান, আসন্ন হজের জন্য আবাসন খাতে পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় ৭০ শতাংশ ভবন ও হোটেল প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ‘নুসুক’ অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত হয়েছে।
সম্মেলনে মদিনা ও মক্কায় ৭১টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের উন্নয়ন বিষয়েও আলোচনা হয়, যেগুলোতে ইতিমধ্যে ৩০ লাখ মানুষ পরিদর্শন করেছেন। এ দর্শনার্থীদের সন্তুষ্টির হার ৯৫ শতাংশের বেশি বলে জানিয়েছেন আল-রাবিয়াহ।
এ ছাড়াও অনুষ্ঠানে ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম’-এর উদ্বোধন করা হয়। এতে হজের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে সৌদি যুগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নথি ও দলিলভিত্তিক উপস্থাপনা তুলে ধরা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে ইসলামের ঐতিহ্য ও তীর্থযাত্রার ধারাবাহিক উন্নয়নকে বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করা হবে বলে জানান বাদশাহ সালমানের উপদেষ্টা প্রিন্স ফয়সাল বিন সালমান।
তিনি বলেন, হজ শুধু মৌসুমি ইবাদত নয়, বরং এটি মানবজাতির তাওহিদের পথে অগ্রযাত্রার প্রতীক। ইসলামের ইতিহাসজুড়ে হজ ছিল মুসলিম উম্মাহর ঐক্য ও শক্তির প্রতীক। বর্তমান সৌদি নেতৃত্ব সেই ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যাতে হজযাত্রীরা আরও আরাম ও নিরাপত্তার সঙ্গে ইবাদত সম্পন্ন করতে পারেন।
প্রিন্স সাউদ বিন মিশআল বলেন, হজ আয়োজনের সাফল্য সৌদি সরকারের দীর্ঘদিনের ঐকান্তিক প্রচেষ্টার ফল। তিনি আশা প্রকাশ করেন, এবারের সম্মেলন ভবিষ্যৎ হজ ব্যবস্থাপনা আরও সমন্বিত ও উন্নত করতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সূত্র: সৌদি গেজেট
