হজ ২০২৬ নিবন্ধন শুরু
সংখ্যালঘু মুসলিম দেশগুলোর জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মে সরাসরি সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:৩৫, ৭ নভেম্বর ২০২৫
নিবন্ধন শুসৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘নুসুক হজ’ প্ল্যাটফর্মে। ছবি: সংগৃহীত
২০২৬ সালের হজ মৌসুমের জন্য সংখ্যালঘু মুসলিম দেশগুলোর হাজিদের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এবার থেকে মুসলিম সংখ্যালঘু দেশগুলোর মুসলমানরা কোনো মধ্যস্বত্বভোগী বা ভ্রমণ এজেন্ট ছাড়াই সরাসরি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক হজ’ (hajj.nusuk.sa)–এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ‘ডিরেক্ট হজ প্রোগ্রাম’-এর আওতায় নুসুকই একমাত্র অনুমোদিত সরকারি প্ল্যাটফর্ম, যা হাজিদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করবে। নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের ৭ অক্টোবর ২০২৫ থেকে।
ধাপে ধাপে নিবন্ধনের নিয়ম
হজযাত্রীদের জন্য মন্ত্রণালয় নির্ধারিত সাতটি ধাপে নিবন্ধন করতে হবে:
প্রবেশ করুন: ১.hajj.nusuk.sa
২.দেশের নাম ও ইমেইল ঠিকানা প্রদান করুন
৩.শর্তাবলী পড়ে সম্মতি দিন
৪.ইমেইলে পাঠানো OTP কোড দিয়ে যাচাই সম্পন্ন করুন
৫. একটি নিরাপদ পাসওয়ার্ড তৈরি করুন
৬.পাসপোর্ট, ছবি ও বসবাসের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় তথ্য আপলোড করুন
৭. সব তথ্য যাচাই করে আবেদন জমা দিন
আবেদন শেষে হাজিরা নিজেদের অ্যাকাউন্টে লগইন করে আবেদন পরিস্থিতি দেখতে পারবেন এবং চাইলে পরিবারের সর্বোচ্চ সাতজন সদস্যকেও যুক্ত করতে পারবেন।
গাইড নিবন্ধনের সুযোগও উন্মুক্ত
যারা হজ গাইড হিসেবে কাজ করতে আগ্রহী, তারাও একই প্রক্রিয়ায় নিবন্ধন করতে পারবেন। এরপর “Become a Guide” বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিতে হবে। অনুমোদনের পর তারা লাইসেন্সধারী সেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সতর্কবার্তা: দালাল বা ভুয়া লিংক নয়
মন্ত্রণালয় সতর্ক করেছে, হজ নিবন্ধনের ক্ষেত্রে কোনো দালাল, অফিস বা তৃতীয় পক্ষ অনুমোদিত নয়। কেবলমাত্র সরকারি নুসুক প্ল্যাটফর্মেই নিবন্ধন করা যাবে। অচেনা ওয়েবসাইট বা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ পাঠানো বা তথ্য দেওয়ার অনুরোধে সাড়া না দিতে হাজিদের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিজিটাল হজ ব্যবস্থাপনায় নতুন যুগ
নুসুক হজ প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি সরকার হাজিদের নিবন্ধন, প্যাকেজ নির্বাচন ও পেমেন্ট–সবকিছুই একক ডিজিটাল ব্যবস্থার আওতায় এনেছে। এর ফলে ভ্রমণ প্রক্রিয়া হবে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও দালালমুক্ত।
