দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজে নিষেধাজ্ঞা: সৌদি সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:৪২, ১০ নভেম্বর ২০২৫
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজে নিষেধাজ্ঞা: সৌদি সরকার। ছবি: সংগৃহীত
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এ বিষয়ে হজযাত্রী পাঠানো সব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে এবং প্রতিটি হজযাত্রীর স্বাস্থ্যঝুঁকিমুক্ত প্রত্যয়নপত্র জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি পাঠানো এক চিঠিতে জানিয়েছে, যে কোনো হজযাত্রীর প্রধান অঙ্গ অকার্যকর হলে কিংবা জীবন-ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থায় থাকলে তিনি হজে অংশ নিতে পারবেন না।
বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে—
ডায়ালাইসিসে থাকা কিডনি রোগী,
গুরুতর হৃদরোগী,
অবিরাম অক্সিজেন প্রয়োজন এমন ফুসফুস রোগী,
ভয়াবহ লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি,
গুরুতর স্নায়বিক বা মানসিক রোগী,
স্মৃতিভ্রষ্ট ও অতি বয়স্ক ব্যক্তি,
শেষ প্রান্তিক গর্ভাবস্থা বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী।
এছাড়া সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি বা নিবিড় ইমিউনোথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার রোগীরাও হজে যেতে পারবেন না।
সৌদি সরকার জানায়, নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রত্যেক হজযাত্রীর জন্য বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে হবে এবং মনিটরিং টিম এর সত্যতা যাচাই করবে। কোনো দেশের হজযাত্রীর স্বাস্থ্য তথ্য মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন বলেন, “মসৃণ ও নিরাপদ হজ ব্যবস্থাপনার জন্য শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে।”
ধর্ম মন্ত্রণালয় জানায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের নিবন্ধন না করার নির্দেশনা ইতোমধ্যেই হজ এজেন্সিগুলোকে জানানো হয়েছে। এছাড়া সৌদি সরকারের অনুরোধে বাংলাদেশি দুই চিকিৎসক বর্তমানে সে দেশে একটি ওয়ার্কশপে অংশ নিচ্ছেন, যেখানে নতুন স্বাস্থ্যনীতির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।
