মসজিদে নববীর জুমার খুতবা
ইবাদতে আন্তরিকতার গুরুত্ব
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২০:৩৪, ১৪ নভেম্বর ২০২৫
মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন শায়েখ আবদুল্লাহ আল-বুয়াইজান। ছবি: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ
আজ মসজিদে নববীর জুমার খুতবায় শায়েখ আবদুল্লাহ আল-বুয়াইজান ইখলাসকে (একনিষ্ঠতা ও আন্তরিকতা) ঈমানদারের জীবনের মূল শর্ত হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইবাদতের ক্ষেত্রে আন্তরিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন।
তিনি বলেন, মানুষের সব ইবাদত ও নেক আমল গ্রহণযোগ্য হওয়ার প্রথম দাবি হলো ইখলাস তথা খাঁটি আন্তরিকতা। এই আন্তরিকতাই ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর নিকট সওয়াব লাভের পথ উন্মুক্ত করে।
তিনি আরও বলেন, আন্তরিকতা এমন একটি শক্তিশালী দুর্গ, যা মানুষকে গুনাহ, লোক দেখানো ইবাদত ও কৃত্রিমতা থেকে রক্ষা করে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হৃদয়ে স্থান পেলে আমলের সৌন্দর্য নষ্ট হয়। তাই প্রতিটি কাজে উদ্দেশ্যের বিশুদ্ধতা বজায় রাখা জরুরি।

মসজিদে নববীতে জুমার খুতবা শুনছেন মুসল্লিরা। ছবি: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ
শায়েখ আল-বুয়াইজান আরও বলেন, আন্তরিকতা শুধু একটি গুণ নয়, বরং আজীবন চর্চার বিষয়। মানুষ যে অবস্থাতেই থাকুক, ইবাদত থেকে শুরু করে মানুষের সঙ্গে আচরণ, সব ক্ষেত্রেই এই গুণের প্রতিফলন থাকা দরকার।
খুতবার শেষ অংশে তিনি মুসল্লিদের উদ্দেশে আহ্বান জানান, যেন তারা নেক আমলের অন্তরায়গুলো দূর করে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য বানান।
তিনি বলেন, যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে জীবন গড়ে তোলে, তার জন্য মুক্তির দরজা সহজ হয়ে যায় এবং আল্লাহ তার কাজকে কবুল করেন।
সূত্র: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ
