মসজিদে হারামের জুমার খুতবা
মা-বাবার সঙ্গে সদাচরণ আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৯:৫৫, ১৪ নভেম্বর ২০২৫
মসজিদে হারামে জুমার খুতবা দিচ্ছেন শায়েখ ইয়াসির আল-দাওসারি। ছবি: ইনসাইড দ্য হারামাইন
আজ মক্কার মসজিদে হারামে জুমার খুতবায় শায়েখ ইয়াসির আল-দাওসারি মা-বাবার প্রতি সন্তানের কর্তব্য পালনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং মা-বাবার প্রতি আনুগত্য ও সদাচরণকে মহান আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম বড় মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন।
শায়েখ আল-দাওসারি বলেন, মানুষ যেন সবসময় মা-বাবার ত্যাগ ও পরিশ্রমের বিষয়টি স্মরণ রাখে। তাদের সন্তুষ্টির সঙ্গে আল্লাহর সন্তুষ্টি জড়িত। মা-বাবাকে সম্মান করার ফলেই জীবনে বরকত আসে এবং রিজিকের প্রসার ঘটে।

মসজিদে হারামে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ
তিনি সতর্ক করেন মা-বাবার অবাধ্যতার ভয়াবহতা সম্পর্কে। তিনি বলেন, এই গুনাহ প্রকাশ পায় নানা আচরণে। যেমন কণ্ঠ উঁচু করা, রুক্ষ ভাষায় কথা বলা, প্রয়োজনের সময় সাড়া না দেওয়া কিংবা তাদের প্রতি অবহেলা করা, সবই অবাধ্যতার অন্তর্ভুক্ত।
খুতবার শেষে তিনি মুসল্লিদের উদ্দেশে দোয়া করেন যেন আল্লাহ তাদেরকে মা-বাবার হক আদায় করার তওফিক দেন এবং এই সম্পর্ককে দয়া, মমতা ও দায়িত্ববোধ দিয়ে রক্ষা করার শক্তি প্রদান করেন।
সূত্র: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ
